ক্রিকেট
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন, আফগানদের জয়জয়কার
টানা ৩ ম্যাচ হেরে প্রথমবারের মতো আফগানিস্তানের কাছে হয়েছে ধবলধোলাই। তাতে র্যাঙ্কিংয়ে উন্নতির বদলে অবনতি হয়েছে মেহেদী মিরাজের দলের।
আসন্ন সিরিজে রশিদ খানকে বিশ্রাম দিলো আফগানিস্তান
আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বিশ্বকাপের আগে সতর্কতা হিসেবে রশিদকে বিশ্রামের বিষয়টি উল্লেখ করেছে।
বিপিএলের নতুন খবর, নভেম্বরে প্লেয়ার্স ড্রাফট
আমাদের পরিকল্পনা একটি মানসম্পন্ন বিপিএল আয়োজন করা, আগের ভুল করতে চাই না।
আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ
আগের দুই ম্যাচে যা ঘটেছিল, তার ব্যতিক্রম কিছু হয়নি আবুধাবিতে মঙ্গলবার। আরো একবার আফগানিস্তানের কাছে অসহায় হার। এবার যেতে পারেনি তিন অঙ্কেও। মেহেদী মিরাজের দল হেরেছে রেকর্ড ২০০ রানে!
মোহাম্মদ নাবির ঝড়ো ব্যাটিংয়ে আফগানিস্তানের বিশাল সংগ্রহ
তবে পরের ওভারই মিরাজের থেকে ৩ ছক্কায় ২৫ রান আদায় করেন নাবি। শেষ ওভারে নেন আরো ১৯ রান।
সাইফ হাসানের ৩ উইকেটে ম্যাচে ফেরার চেষ্টা বাংলাদেশের
পার্ট টাইম এই স্পিনারকে ফিরতি ক্যাচ দিয়ে আতাল ফেরেন ৪৭ বলে ২৯ রান করে। সেই ওভারে কোনো রান দেননি সাইফ। পরের ওভারে এসে হাশমতুল্লাহ শাহিদিকেও (২) ফেরান তিনি।