বিসিবিতেও ফুটবল ম্যাচ নিয়ে আলোচনা

‘আমি চাইব বাংলাদেশ যেন শিলংয়ের মাঠে যে ম্যাচ খেলেছে সেই খেলাই উপহার দেয় এবার। আশা করি বাংলাদেশ জিতবে এই ম্যাচে।’

ক্রীড়া প্রতিবেদক
বিসিবি
বিসিবি |সংগৃহীত

বাংলাদেশ ভারতের ফুটবল ম্যাচ বলে কথা। তাই এই উত্তেজনা ছড়িয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। বাংলাদেশ ফুটবল ও ক্রিকেট দল অবস্থান করছে হোটেল সোনারগাঁওয়ে। সেখানে আজ সকালে নাস্তার সময় লিফটে দেখা বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ফিল সিমন্স এবং বাংলাদেশ অধিনায়ক জামাল ভঁইয়ার। সেখানে সিমন্সই প্রশ্ন করেন জামালকে। তার জিজ্ঞাসা ছিল, ‘ভারতের বিপক্ষে ম্যাচে তো অনেক চাপ। তুমি কোনো চাপ অনুভব করছ কিনা।’ তখন বাংলাদেশ অধিনায়কের উত্তর ছিল, ‘ ফুটবলে চাপ থাকাটা স্বাভাবিক। সেই চাপ সামলানোটাই আমাদের কাজ। এরপর সিমন্স তথ্য দেন, ‘আমি কিন্তু ম্যাচ দেখতে মাঠে থাকব।’ এই প্রসঙ্গ টেনেই জামাল বলেন, ক্রিকেটের বিষয়টা দেখুন, তারাও এই ম্যাচকে ঘিরে রোমাঞ্চিত। অন্য খেলার লোকরাও এই ম্যাচ ঘিরে আগ্রহ দেখাচ্ছে। সবাই ম্যাচ দেখবে।

এদিকে আজ বিসিসি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ম্যাচের স্পেশাল টিকিট দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। টিকিট পেয়ে খুশি বুলবুল জানান, আমি চাইব বাংলাদেশ যেন শিলংয়ের মাঠে যে ম্যাচ খেলেছে সেই খেলাই উপহার দেয় এবার। আশা করি বাংলাদেশ জিতবে এই ম্যাচে।

উল্লেখ্য, বুলবুল ক্রিকেটার হওয়ার আগে তিন বছর ফুটবল খেলেছেন ঢাকা লিগে।