ফরচুন বরিশাল-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্ট

যায়যায়দিনকে বড় ব্যবধানে হারাল নয়া দিগন্ত

বুধবার (১৯ নভেম্বর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে ৬ ওভারের ম্যাচে নয়া দিগন্তের ক্রিকেট দলেরে সদস্যরা ৫ উইকেটে হারায় যায়যায়দিন ক্রিকেট দলকে।

ক্রীড়া প্রতিবেদক
নয়া দিগন্ত ক্রিকেট দলের সদস্যরা
নয়া দিগন্ত ক্রিকেট দলের সদস্যরা |নয়া দিগন্ত

ফরচুন বরিশাল-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টে নয়া দিগন্ত বড় ব্যবধানে হারিয়েছে যায়যায়দিনকে ।

বুধবার (১৯ নভেম্বর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে ৬ ওভারের ম্যাচে নয়া দিগন্তের ক্রিকেট দলেরে সদস্যরা ৫ উইকেটে হারায় যায়যায়দিন ক্রিকেট দলকে।

সকালে টস জিতে নয়া দিগন্ত ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় যায়যায়দিনকে। তারা ব্যাটিংয়ে নেমে দিগন্ত বোলার রোহান, খালেদ সাইফুল্লাহ, এসএম মিন্টু, তালহা বিন নজরুলের বোলিং তোপে ৩৮ রানে গুটিয়ে যায়। তবে যায়যায়দিনের এই ৩৮ রানের মাঝে ২২ রানই ছিল অতিরিক্ত।

জবাবে খেলতে নেমে নয়া দিগন্তের দুই ওপেনার রোহান ও খালেদ সাইফুল্লাহ জুটি ২.১ ওভারে ৪১ রান করে জয়ের বন্দরে নোঙর করেন। ম্যাচ সেরা হন নয়া দিগন্তের মনিরুল ইসলাম রোহান। নয়া দিগন্তের সিটি এডিটর আশরাফুল ইসলাম মাঠে উপস্থিত থেকে দলকে সমর্থন দেন।

আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নয়া দিগন্তকে মোকাবেলা করবে এশিয়ান টিভি।