আসন্ন অলিম্পিকে ‘সাশ্রয়ী’ টিকিটের প্রতিশ্রুতি

গত মাসে ফিফা বাধ্য হয়ে ৬০ ডলারের সীমিত সংখ্যক টিকিট ঘোষণা করে, কারণ টুর্নামেন্টের টিকিটের দামকে ‘চাঁদাবাজিমূলক ও আকাশছোঁয়া’ বলে সমালোচনা ঝড় উঠেছিল।

নয়া দিগন্ত অনলাইন

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের (এলএ২৮) আয়োজকরা ‘সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক’ গেমস আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। একইসাথে তারা টিকিট কেনার জন্য লটারির নিবন্ধন চালুর প্রস্তুতি নিচ্ছেন।

এলএ২৮’র চেয়ারম্যান কেসি ওয়াসারম্যান জানান, অলিম্পিক ও প্যারালিম্পিক মিলিয়ে ২৮ ডলার করে ১০ লাখ টিকিট ছাড়া হবে। আর বিক্রির জন্য নির্ধারিত প্রায় ১ কোটি ৪০ লাখ টিকিটের মধ্যে এক-তৃতীয়াংশের দাম হবে ১০০ ডলার বা তার কম।

ওয়াসারম্যান বলেন, ‘শুরু থেকেই আমরা স্পষ্ট করে বলেছি, এই গেমসের প্রবেশাধিকার সবার জন্য, কারণ এই গেমস সবারই। এগুলো হতে হবে সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক।’

টিকিট বিক্রির প্রক্রিয়ার প্রথম ধাপ শুরুর ঠিক আগের দিন ঐতিহাসিক লস অ্যাঞ্জেলেস কলিসিয়ামের সামনে দাঁড়িয়ে তিনি এই মন্তব্য করেন।

বুধবার লস এ্যাঞ্জেলস সময় সকাল ৭টা থেকে বিশ্বজুড়ে ভক্তরা টিকিট কেনার সুযোগ পাওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। এপ্রিল থেকে টিকিট কেনা শুরু হবে।

নিবন্ধনকারীদের একটি ড্রয়ের মাধ্যমে টিকিট কেনার জন্য নির্দিষ্ট সময়সূচি দেয়া হবে।

মঙ্গলবার ওয়াসারম্যানের বক্তব্য আসে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের টিকিট নীতি নিয়ে বিশ্বজুড়ে ফিফার তীব্র সমালোচনা চলছে।

গত মাসে ফিফা বাধ্য হয়ে ৬০ ডলারের সীমিত সংখ্যক টিকিট ঘোষণা করে, কারণ টুর্নামেন্টের টিকিটের দামকে ‘চাঁদাবাজিমূলক ও আকাশছোঁয়া’ বলে সমালোচনা ঝড় উঠেছিল।

ওয়াসারম্যান বলেন, এটি শহর, দেশ এবং সারা বিশ্বের ভক্তদের জন্য টিকিট পাওয়ার পথে প্রথম ধাপ। এর ফলে এলএ-তে এসে বিশ্বের সর্বকালের সেরা গেমস উপভোগ করার সুযোগ তৈরি হবে।