জুলাই গণঅভ্যুত্থান ফেন্সিং শেষ হয়েছে আজ। এতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। তারা পাঁচটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য এবং ছয়টি ব্রোঞ্জ জিতেছে। রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে দু’টি ব্রোঞ্জ। এবার ১৭৫ জন ফেন্সিং খেলোয়াড় অংশ নেন। বাংলাদেশে ফেন্সিং অত পরিচিত ছিল না।
তবে ২০১৯ এসএ গেমসে ফাতেমা মুজিব স্বর্ণ জিতে রাতারাতি এই খেলাকে দেশবাসীর কাছে পরিচিত করেন। সেই এস এ গেমসে বাংলাদেশ একটি স্বর্ণ ছাড়াও তিনটি রৌপ্য ও সাতটি ব্রোঞ্জ জয় করে। এখন বাংলাদেশ দলের প্রস্তুতি চলছে জানুয়ারীর এসএ গেমসের জন্য। সাথে নভেম্বরের ইসলামী সলিডারিটি গেমসও আছে। এ জন্য দু’জন কোচ আনতে চাচ্ছে ফেডারেশন। একজন মিসরীয়। অপর জন ইরানি। ইরানি কোচের সাথে কথা মোটামুটি পাকা। এখন শুধু সরকারের অনুমতি প্রয়োজন। তাহলেই বাংলাদেশে আসবেন হাই প্রোফাইলের এই কোচ। এরপর মিসরীয় কোচ আনা নিয়ে এগিয়ে যাওয়া। জানান ফেন্সিং ফেডারেশন সদস্য রেজাউর রহমান সিনহা।
উল্লেখ্য, গত এসএ গেমসের আগে দক্ষিণ আফ্রিকা, কম্বোডিয়া ও ইরানি কোচরা বাংলাদেশ দলকে প্রশিক্ষণ দেন।