বিএনপির তারুণ্যের সমাবেশে ক্রিকেটার তামিম ইকবাল

‘আজকে এই জায়গায় দাঁড়িয়ে চিটাগাংয়ের স্পোর্টস রিলেটেড কিছু কথা বলতে চাই।’

নয়া দিগন্ত অনলাইন
চট্টগ্রামের বিএনপির তারুণ্যের সমাবেশে তামিম ইকবাল
চট্টগ্রামের বিএনপির তারুণ্যের সমাবেশে তামিম ইকবাল |সংগৃহীত

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

শনিবার (১০ মে) বিকেল সোয়া ৪টার দিকে মঞ্চে উঠেন তিনি। এ সময়ে চট্টগ্রাম অঞ্চলের ক্রিকেট, ফুটবলসহ ক্রীড়াঙ্গণের উন্নতি নিয়ে কথা বলেন তিনি।

তামিম ইকবাল বলেন, ‘আজকে এই জায়গায় দাঁড়িয়ে চিটাগাংয়ের স্পোর্টস রিলেটেড কিছু কথা বলতে চাই। একটা সময় এমন ছিল, যখন ক্রিকেট বলেন, ফুটবল বলেন, অথবা যেকোনো স্পোর্টস বলেন, চিটাগাং থেকে ছয়-সাতজন ন্যাশনাল টিমকে প্রেজেন্ট করতেন। লাস্ট ১০-১৫ বছর ধরে দেখেছি, চিটাগাং থেকে একজন বা দু’জন ক্রিকেট বা ফুটবল বা অন্য যেকোনো ন্যাশনাল টিমে প্রেজেন্ট করছেন, এটার কারণটা খুঁজে বের করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘কেন চিটাগাংয়ের মতো এত বড় একটা ডিভিশনে আমরা স্পোর্টসম্যান তৈরি করতে পারছি না। আমার কাছে মনে হয়, আপনারা এর উত্তর যদি জানতে চান তাহলে আপনাদের নিজেদের থেকে দিতে হবে। আপনারা যদি এখন মনে করেন যে অমুকের কারণে খেলতে পারি নাই, তমুকের কারণে খেলতে পারি নাই, তাহলে এটা স্পোর্টসম্যানের কথা হবে না। কথা হবে হয়তোবা কোনো ভুল ছিল, যার কারণে আমি জাতীয় দলে যেতে পারিনি।’

তিনি আরো বলেন, ‘আমাদেরকে ওই জিনিসটা আগে মেনে নিতে হবে যে আমাদের কি ভুল ছিল, আমরা কোন জায়গায় ভালো কাজ করতে পারি, যেভাবে আমরা ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করতে পারি।’

তামিম ইকবাল বলেন, ‘যেদিন আমরা এই ত্রুটিগুলো বের করতে পারব, ইনশাল্লাহ দেখবেন আমরা আগের জায়গাটা ফিরে পাব।’

তিনি বলেন, ‘আমার সাথে হেলাল ভাইয়ের কথা হয়, ইসরাফিল ভাইয়ের কথা হয়, হুম্মাম ভাইয়ের কথা হয়েছিল, যে কীভাবে চিটাগংয়ের স্পোর্টসকে আগের জায়গায় নিয়ে আসা যায়। আমি নিশ্চিত, তারা যখন সুযোগ পাবেন, তখন তাদের বেস্ট রাইট হবে চিটাগাংয়ের ইন্টারেস্টটা সবচেয়ে আগে রাখবেন। যে ধরনের স্পোর্টস হোক না কেন, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সব প্রমোট করবেন। এভাবে চিটাগং থেকে আমরা আগের দিনে ফিরে যাই।’ ইউএনবি