স্পেশাল অলিম্পিকসে বিশেষ সাফল্য, মুসা মিয়া বুদ্ধি বিকাশের পান্না-সজীবকে সংবর্ধনা

গত ১৭ থেকে ২০ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই আঞ্চলিক প্রতিযোগিতায় বাংলাদেশ ব্যাডমিন্টন দল গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করে।

নিজস্ব প্রতিবেদক
নয়া দিগন্ত

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘স্পেশাল অলিম্পিকস এশিয়া প্যাসিফিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা- ২০২৫’ এ অংশগ্রহণকারী জাহেদী ফাউন্ডেশন পরিচালিত মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী পান্না আক্তার ও নাইমউর রহমান সজিবকে সংবর্ধনা দেয়া হয়েছে।

রোববার জাহেদী ফাউন্ডেশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

রাজধানীর গুলশানে শনিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়।

গত ১৭ থেকে ২০ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই আঞ্চলিক প্রতিযোগিতায় বাংলাদেশ ব্যাডমিন্টন দল গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করে।

প্রতিযোগিতায় অংশ নেয়া ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশন পরিচালিত মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী পান্না আক্তার অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ৩টি স্বর্ণপদক জয় করেছেন। একই বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী নাইমউর রহমান সজিব ১টি স্বর্ণ এবং ১টি রৌপ্যপদক অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের কর্মকর্তারা, কোচ, অভিভাবক এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।