বিশ্বকাপে বাজিমাত করে ৬৫ লাখ টাকা পেলেন আমিরুলরা

সোমবার বাংলাদেশ হকি ফেডারেশন এ সংবর্ধনার আয়োজন করে। বাংলাদেশ বিমানবাহিনীর কুর্মিটোলা ঘাঁটির শাহীন দ্বীপে দিনব্যাপী এক অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড়দের বরণ করে নেয় হকি ফেডারেশন।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ জুনিয়র হকি দল
বাংলাদেশ জুনিয়র হকি দল |নয়া দিগন্ত

বিশ্বকাপে বাজিমাত করে বিশেষ কিছুর অপেক্ষাতেই ছিল বাংলাদেশ জুনিয়র হকি দল। দেশে ফিরতেই মিলে উষ্ণ অভ্যর্থনা, এবার মিলল সংবর্ধনা ও বেশ মোটা অঙ্কের পুরস্কার। ৬৫ লাখ টাকা পাচ্ছেন আমিরুলরা।

জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই দারুণ নৈপুণ্য দেখায় বাংলাদেশ। ২৪ দলের মধ্যে ১৭তম হয়ে চ্যালেঞ্জার ট্রফি জিতে নেয় তারা। ফলে তাদের পুরস্কৃত করেছে হকি ফেডারেশন ও বিমানবাহিনী প্রধান।

পুরস্কারের ৬৫ লাখ টাকার মধ্যে বাংলাদেশ হকি ফেডারেশন দিয়েছে ৪০ লাখ টাকা ও বিমানবাহিনী প্রধান মার্শাল হাসান মাহমুদ দিয়েছেন ২০ লাখ টাকা বোনাস। এই ৬০ লাখ টাকা তিন লাখ করে সবার মাঝে বন্টন করা হয়েছে।

তবে ৫ হ্যাট্রিকসহ আসর সর্বোচ্চ ১৮ গোল করা আমিরুল ইসলাম এর অংশ ছিলেন না। আমিরুলকে আলাদাভাবে পাঁচ লাখ টাকা দেয়া হয়েছে।

সোমবার বাংলাদেশ হকি ফেডারেশন এ সংবর্ধনার আয়োজন করে। বাংলাদেশ বিমানবাহিনীর কুর্মিটোলা ঘাঁটির শাহীন দ্বীপে দিনব্যাপী এক অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড়দের বরণ করে নেয় হকি ফেডারেশন।

এছাড়া নারী অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে ব্রোঞ্জজয়ী দলকেও সংবর্ধনা দেয়া হয়ে। তাদের এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এক লাখ টাকা করে বোনাস দেয়া হয়েছিল। আজ তাদের আরো ১০ লাখ টাকা বোনাস দেয়া হয়।