আবার আন্তর্জাতিক ফুটসালে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ২০-২৪ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ান্তানে অনুষ্ঠিত হবে এএফসি ফুটসাল এশিয়ান কাপের ‘জি’ গ্রুপের খেলা। এই আসরে অংশ নিতে আগামীকাল মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ দল।
জাতীয় দলে খেলা কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খানকে এই দলের অধিনায়কত্ব দেয়া হয়েছে। তিনি সরাসরি মালয়েশিয়ায় যাবেন। আর সহ-অধিনায়ক ইনতিশার মোস্তফা চৌধুরী। বাংলাদেশে ইনডোর ফুটবল হলেও সত্যিকার ফুটসাল বলতে যা বুঝায় সেই বল, বুট, কোর্ট (মাঠ) কিছুই নেই। এরপরও বাফুফে সভাপতি তাবিথ আওয়াল সব আসরেই বাংলাদেশের প্রতিনিধিত্ব রাখতে চান। এরই অংশ হিসেবে এবার মালয়েশিয়ায় টুর্নামেন্টটির বাছাইপর্বে খেলতে যাওয়া। দলের কোচ ইরানি সাঈদ খোদারাহমি। তবে ফুটসালের কোচিং লাইসেন্স না থাকায় সহকারী কোচ ও গোলরক্ষক কোচ হিসেবে বাংলাদেশের কোনো কোচ নেয়া যাচ্ছে না। তাই মিয়ারমার থেকে এই দুই কোচ নেয়া হয়েছে।
শুক্রবার সংবাদ সম্মেলনে এ কথা জানান বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান।
বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর শক্তিশালী ইরানের বিপক্ষে। ২২ তারিখের প্রতিপক্ষ মালয়েশিয়া। ২৪ তারিখে খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এই ম্যাচগুলোতে পুনরায় যাত্রা শুরু করা বাংলাদেশ ফুটসাল দলে সেরাটা দেয়ার চেষ্টা করবে। তবে কোনো জয়ের ঘোষণাই দিলেন না ম্যানেজার হিসেবে যাওয়া ইমরানুর রহমান ও কোচ খোদারাহমি।
ইমরানুরের বক্তব্য, ফুটবলে ব্রাজিলের সামনে পড়লে বাংলাদেশ দলের যে অবস্থা হবে এখন ফুটসালে আমাদেরও সেই শঙ্কা ইরান, মালয়েশিয়ার বিপক্ষে। কিন্তু আমরা শুরু করতে চাই।
কোচ জানান, ক্রিকেটে বাংলাদেশ খুব ভালো। ইরানে কিন্তু ক্রিকেটের তেমন কোনো চর্চা নেই। এখন বাংলাদেশের সামনে ইরানকে ক্রিকেটে নামিয়ে কেমন হবে বুঝুন।
এই বাস্তবতা নিয়েই বাংলাদেশ দল গঠন করা হয়েছে ৬ শতাধিক খেলোয়াড় বাছাই শেষে। ১৭ জনের দল যাচ্ছে মালয়েশিয়ায়। বয়সভিত্তিক জাতীয় দলের ফুটবলার মাহমুদুল হাসান কিরণও আছেন এই দলে। বাংলাদেশ দল আগেভাগে মালয়েশিয়ায় যাবে সেখানে ক্লাব দলের সাথে চারটি ম্যাচ খেলার জন্য। ফুটসাল স্টেডিয়ামে অনুশীলনের জন্য।
শুক্রবার সংবাদ সম্মেলনে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম এই বছরেই দেশে ফুটসাল লিগ শুরুর কথা জানান।