আগামী ৭-১৮ মে পর্যন্ত রোমে অনুষ্ঠিত ইতালিয়ান ওপেনে খেলছেন না রেকর্ড ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নোভাক জকোভিচ।
টুর্নামেন্ট আয়োজক সূত্র সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
৩৭ বছর বয়সী জকোভিচের নাম প্রত্যাহারের কারণ অবশ্য উল্লেখ করেনি আয়োজকরা।
২০২২ সালে সর্বশেষ মাস্টার্স এই টুর্ণামেন্টে বিজয়ী জকোভিচ এ পর্যন্ত ছয়বার শিরোপা জয় করেছেন। সর্বশেষ প্যারিস অলিম্পিকে গত বছর স্বর্ণ জয় করেছিলেন জকোভিচ। এরপর আর কোনো শিরোপার দেখা পাননি।
এ বছরের শুরুটাও ভাল হয়নি। গত মাসে মিয়ামি ওপেনের ফাইনালে চেক টিনএজার জাকু মেনসিকের কাছে পরাজিত হয়েছেন। এরপর মন্টে কার্লো ও মাদ্রিদে আগেভাগেই বিদায় নিয়েছেন। ইতালিয়ান মাত্তেও আরনালডির কাছে পরাজিত হয়ে শনিবার মাদ্রিদ ওপেন থেকে বিদায় নিয়েছেন।
ক্লে কোর্ট মৌসুম শুরু হবার আগে বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড় জকোভিচ বলেছেন চোখের প্রদাহ নিয়ে তিনি বেশ সমস্যায় আছেন। শিরোপাবিহীন থাকার ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সাথে এখন তিনি মানিয়ে নেবার চেষ্টা করছেন।
মাদ্রিদ ওপেন থেকে বিদায় নেবার পর জকোভিচ ইঙ্গিত দিয়েছেন স্প্যানিশ রাজধানীতে এটাই হয়তো তার শেষ ম্যাচ। বাসস