জাপানের সাথে হেরে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

পঞ্চম স্থানে থাকতে না পারায় সরাসরি বিশ্বকাপ বাছাই খেলার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ।

নয়া দিগন্ত অনলাইন

যেখানে ছিল বাংলাদেশ, সেখানেই রয়ে গেল। হঠাৎ সুযোগ পেয়েও কোনো ছাপ রাখতে পারেনি রাকিবুল-আশরাফুলরা। আগের আসরেও যেখানে ষষ্ঠ হয়েছিল বাংলাদেশ, এবারো আটকে গেল সেখানেই।

এশিয়া কাপ হকি থেকে ষষ্ঠ স্থান নিয়ে ফিরছে বাংলাদেশ। রোববার বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে পঞ্চম–ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৬-১ গোলে হেরেছে টাইগাররা।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (২৯তম) চেয়ে ঢের এগিয়ে জাপান। ১১ ধাপ এগিয়ে ১৮তম তাদের অবস্থান। যার প্রভাব দেখা গেল মাঠের খেলাতেও, জাপানের কাছে একেবারেই পাত্তা পেল না বাংলাদেশ দল।

অবশ্য ম্যাচ শুরুর প্রথম আট মিনিটে তিনবার পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। কিন্তু কোনো সুযোগগুণো কাজে লাগানো যায়নি। উল্টো নবম মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ।

আর প্রথম কোয়ার্টার শেষ হওয়ার আগমুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন জাপানের শিনোহারা রোসুকে। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য জাপানকে আটকে দেয় বাংলাদেশ, করতে দেয়নি গোল।

কিন্তু এরপর আর আটকে রাখতে পারেনি। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আবারো হতাশ করেন বাংলাদেশের ডিফেন্ডাররা। ৩৫ থেকে ৩৮- এই তিন মিনিটের মধ্যে দ ‘বার বাংলাদেশের জালে বল পাঠায় জাপান।

চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ ১ গোল শোধ করলেও আরো ২ গোল হজম করে। বাংলাদেশের একমাত্র গোলটি আমিরুল ইসলামের। যা কেবল হারের ব্যবধান কমায়।

পঞ্চম স্থানে থাকতে না পারায় সরাসরি বিশ্বকাপ বাছাই খেলার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। টুর্নামেন্টের শীর্ষ পাঁচে থাকলেই কেবল বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ মিলবে।

ষষ্ঠ হওয়া দলের সুযোগ থাকবে। তবে তাদের পাকিস্তানের সাথে খেলতে হবে প্লে-অফ। যেখানে হবে তিন ম্যাচের সিরিজ। সেই সিরিজ জিতলেই কেবল বিশ্বকাপ বাছাইয়ে খেলতে পারবে মশিউর রহমানের দল।