বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্না চাকমা। গত সাফের ফাইনালে উইনিং গোল করা এবং মিয়ানমারের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে জোড়া গোল করে বাংলাদেশকে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে নিয়ে যাওয়া ফুটবলার তিনি। খেলেছেন ভুটান লিগেও। এখন এ লেফট উইংগারকে ব্যান্ড অ্যাম্বাসেডর বানানো হচ্ছে। সারাহ রির্সোট তাকে এক বছরের জন্য ব্যান্ড অ্যাম্বাসেডর করতে যাচ্ছে। খুব শিগগিরই তার সাথে চুক্তি হতে যাচ্ছে বলে নিশ্চিত করেন সারাহ রিসোর্টের এক কর্মকর্তা।
উল্লেখ্য, করোনার সময় বাংলাদেশ জাতীয় ফুটবল দল-এ সারাহ রিসোর্টে থেকে অনুশীলন করেছিল। ফলে এখনো বাফুফের সাথে সুসম্পর্ক এ সারাহ রিসোর্টের মালিকপক্ষের সাথে।