চ্যাম্পিয়ন চকবারা অমর স্মৃতি সংঘ

শ্যামনগরে গাস্ট এক্সপ্রেস সিজন–৭ ক্রিকেট টুর্নামেন্ট

এবারের আসরের প্রতিপাদ্য ছিল— ‘সড়ক পথে সুন্দরবন, সাতক্ষীরার আকর্ষণ’। সুন্দরবন পর্যটন কেন্দ্র কলাগাছিয়া ইকো-ট্যুরিজম এলাকায় ক্যাপ্টেন্স মিট ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Satkhira

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন স্পোর্টস টিমের আয়োজনে সুন্দরবন উপকূলে অনুষ্ঠিত হয়েছে ‘গাস্ট এক্সপ্রেস সিজন–৭’ ক্রিকেট টুর্নামেন্ট। এতে চ্যাম্পিয়ন হয়েছে চকবারা অমর স্মৃতি সংঘ। রানারআপ হয়েছে চকবারা সোনাই স্মৃতি সংসদ।

২৭ ও ২৮ ডিসেম্বর দুই দিনব্যাপী আয়োজিত টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জি. এম. মাসুদুল আলম টুর্নামেন্টের উদ্বোধন করেন। খেলার সার্বিক তত্বাবধায়কের দায়িত্বে ছিলেন গাস্টের স্বপ্নদ্রষ্টা তানবির আহমেদ। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন শাহিনুর রহমান লিটু (বিসিবি জেলা আম্পায়ার), মোঃ আবির হোসেন (পরিচালক, নোয়াবেকী ক্রিকেট একাডেমি), ইনজামামুল হক বাপ্পী ও স. ম. আরিফুল ইসলাম।

এবারের আসরের প্রতিপাদ্য স্লোগান ছিল— ‘সড়ক পথে সুন্দরবন, সাতক্ষীরার আকর্ষণ’। সুন্দরবন পর্যটন কেন্দ্র কলাগাছিয়া ইকো-ট্যুরিজম এলাকায় ক্যাপ্টেন্স মিট ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

শনিবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চকবারা সোনাই স্মৃতি সংসদ টসে জয়লাভ করে বোলিংয়ে সিদ্ধান্ত নেয়। ব্যাটে নেমে চকবারা অমর স্মৃতি সংঘ ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬৫ রান করে। জবাবে ৬৭ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে চকবারা সোনাই স্মৃতি সংসদ নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৪ রান তুলতে সক্ষম হয়। ফলে ১১ রানে জয়লাভ করে চকবারা অমর স্মৃতি সংঘ। খেলাটি অনুষ্ঠিত হয় স্থানীয় সোরা সূর্যতরুণ যুব সংঘের মাঠে।

ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফাহিম মোল্যা। পুরো আসরের সেরা ক্রিকেটার হন মোঃ আশরাফুল ইসলাম (উভয়েই অমর স্মৃতি সংঘ)। সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন আশরাফুল ইসলাম এবং সর্বোচ্চ উইকেট শিকার করেন আল কারি (সোনাই স্মৃতি সংসদ)।

এবারের টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো— স্টুডেন্টস কেয়ার সোসাইটি, চাঁদনীমুখা একতা যুব সংঘ, গাবুরা ফ্রেন্ডস ক্লাব, গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব, চকবারা সি এস ক্লাব, ৯নং সোরা সূর্যতরুণ যুব সংঘ, চকবারা সোনাই স্মৃতি সংসদ ও চকবারা অমর স্মৃতি সংঘ।