জর্দানের মাটিতে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলের আগে প্রস্তুতিটা ভালোই হয়েছে বাংলাদেশ দলের। ৭ তারিখে সিরিয়াকে ২-০ গোলে হারানোর পর গত বৃহস্পতিবার রাতে অর্পিতা বিশ্বাসদের ৩-০ তে জয় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
প্রথমার্ধে ২-০তে এগিয়ে থাকা সাইফুল বারী টিটুর দল বিরতির পর আরো এক গোল দেয়। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও জোড়া গোল করেন আলপি আক্তার। অপর গোল সৌরভী আকন্দ প্রীতির। দুবাইয়ে দুই ম্যাচ শেষে বাংলাদেশ দল শুক্রবার জর্দানের উদ্দেশে রওয়ানা হয়েছে। সেখানে আকাবা শহরে ১৩ তারিখে স্বাগতিক জর্দান ও ১৭ তারিখে চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ। গ্রুপ সেরা হলেই মিলবে ফাইনাল রাউন্ডের টিকিট।