খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে অশুভ সবকিছু দূর করতে হবে : উপদেষ্টা আসিফ

দেশের সব মিনি স্টেডিয়ামগুলোকে খেলাধুলার উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া মিনি স্টেডিয়ামের উদ্বোধন করছেন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া মিনি স্টেডিয়ামের উদ্বোধন করছেন |নয়া দিগন্ত

নাটোরে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকাসক্তি ও অশুভ সবকিছু দূর করতে হবে। দেশের সব স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী হিসেবে গড়ে তোলা এবং তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের প্রাণকেন্দ্র কানাইখালী এলাকায় নাটোর সদর উপজেলাসহ জেলায় ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, শুধু স্টেডিয়াম উদ্বোধন করেই শেষ নয়, তার যথাযথ ব্যবহারও সুনিশ্চিত করতে হবে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে উপজেলা পর্যায়ে মাঠগুলো থেকে জাতীয় ও আর্ন্তজাতিক মানের খেলোয়াড় পাওয়া সম্ভব হবে।

তিনি বলেন, দেশের সব মিনি স্টেডিয়ামগুলোকে খেলাধুলার উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। সারাদেশে প্রায় ১৫০টি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে। বাকি উপজেলাগুলোর কাজ দ্রুত শেষ করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে কাজ শুরু করেছে সরকার।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের সচিব মো: মাহবুর-উল-আলম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াতসহ জেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাগণ।