ম্যাচ শেষে ধমধমে অবস্থা মহাখালী একাদশের শিবিরে। গুরুত্বপূর্ণ জয় পেলেও হাসি ছিল না ফুটবলাদের মুখে। এরপর কর্মকর্তারা এসে বুঝালেন পরিস্থিতি। সিনিয়র ডিভিশন ফুটবল লিগে এই জয়ের পরও তাদের চুপ থাকার নেপথ্য ম্যাচে যে তিন লাল কার্ডের দু’টিই পেয়েছে মহাখালী একাদশের খেলোয়াড়রা।
তাদের রাশেদুল ইসলাম জিহান ও তানজিল ইসলাম এবং সমাজকল্যাণ ও ক্রীড়া সংসদ মুগদার সাগর মিয়াকে লাল কার্ড দেখান রেফারি।
পরের ম্যাচে দুই খেলোয়াড়কে পাওয়া যাবে না তাই টেনশনে মাহখালীর খেলোয়াড় ও কর্মকর্তারা। ম্যাচে সাব্বির আহমেদ অপূর্বের গোলে তারা ১-০ তে হারায় মুগদাকে। এতে ২৩ পয়েন্ট নিয়ে যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের পাশে চলে এসেছে তারা। অন্য ম্যাচে জাহিদ হোসেনের জোড়া গোলে বাংলাদেশ বয়েজ ২-০ তে হারিয়েছে স্বাধীনতা ক্রীড়া সঙ্ঘকে। আরেক ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে নবাবপুর ক্রীড়া চক্র। গোলদাতা সোহাগ।



