চার স্বর্ণে ইতিহাস কিপইয়েগনের

হাইজাম্পে নিউজিল্যান্ডের জাম্পার হামেশ খার ২.৩৬ মিটার লাফিয়ে জয় করলেন এবারের টোকিও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের হাইজাম্পের স্বর্ণ।

ক্রীড়া ডেস্ক
ফেইথ কিপইয়েগেন
ফেইথ কিপইয়েগেন |নয়া দিগন্ত

একদিকে ফিল্ডে হাই জাম্প ও হ্যামার থ্রোর ইভেন্ট। অন্যদিকে ট্র্যাকে চলছিল হার্ডলস ও ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতা। হাইজাম্পে নিউজিল্যান্ডের জাম্পার হামেশ খার ২.৩৬ মিটার লাফিয়ে জয় করলেন এবারের টোকিও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের হাইজাম্পের স্বর্ণ।

এদিকে স্বর্ণ জয়ের পর তিনি ফুটবলে গোল ও ক্রিকেটে উইকেট পতনের পর যে দৌড়ের দৃশ্য দেখা যায় সেটাই করলেন তিনি। এ অর্জনে প্যারিস অলিম্পিক গেমসের পর বিশ্ব অ্যাথলেটিক্সেও স্বর্ণ নিজের করে রাখলেন হামেশ খার। তার এ ফিল্ড মাতানোর দিনে ১৫০০ মিটারে ইতিহাস গড়েছেন কেনিয়ার ফেইথ কিপইয়েগেন। টানা চারবার বিশ্ব অ্যাথলেটিক্সে স্বর্ণ জয় তার।

প্রতিবারের মতো এবারো ফিনিশিং টাচের সময় তার ধারে কাছে ছিল না অন্য কোনো প্রতিযোগী। এ অর্জনের ফলে তিনি টানা পাঁচবার এ ইভেন্টে স্বর্ণ পদক গলায় তুললেন। বিশ্ব অ্যাথলেটিক্সে চার স্বর্ণের সাথে ৩১ বছর বয়সী এ মাঝারি পাল্লার দৌড়বিদের দখলে গত বছর প্যারিস অলিম্পিকের স্বর্ণও। টানা চার বিশ্ব অ্যাথলেটিক্সে স্বর্ণ জয়ে কিপইয়েগেন ছুঁয়ে ফেললেন মরক্কোর অবসর নেয়া দৌড়বিদ হিশাল আল গেরুজের টানা স্বর্ণ জয়ের রেকর্ড। গেরুজও পুরুষদের ১৫০০ মিটারে চারবার বিশ্ব অ্যাথলেটিক্সে স্বর্ণ জয় করেন।

নারীদের এ ১৫০০ মিটার দৌড়ে প্রথম দুই স্থানই গেছে কেনিয়ার দৌড়বিদের দখলে। ৩ মিনিট ৫২.১৫ সেকেন্ডে স্বর্ণ জয় কিপইয়েগেনের। দ্বিতীয় হওয়া অপর কেনিয়ান ইওইউ ডরকুস ৩.৫৪.৯২ মিনিটে রৌপ্য জয় করেন। তৃতীয় হয়েছেন অস্ট্রেলিয়ার জেসিকা হল। তিনি সময় নেন ৩.৫৫.১৬ মিনিট।

কাল পুরুষদের ১১০ মিটার হার্ডলসে প্রথম তিন পদকের দুটিই জ্যামাইকার দখলে। তবে স্বর্ণ জেতা হয়নি। এ ইভেন্টে স্বর্ণ গেছে টিনস কর্ডলের দখলে। তিনি সময় নেন ১২.৯৯ সেকেন্ড। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে জ্যামাইকার বেনেট অরল্যান্ড (১৩.০৮ সি.) ও ম্যাসন টাইলের (১৩.১২ সে.)।

এদিকে পুরুষদের হ্যামার থ্রোতে কানাডার অ্যথেন কাজবার্গ ৮৪.৭০ মিটার দূরত্বে হ্যামার নিক্ষেপ করে প্রথম হন।