যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডমাস্টারকে হারালেন তাহসিন

ইউএস দাবা চ্যাম্পিয়নশিপের শেষ দুই রাউন্ডে দুই গ্র্যান্ডমাস্টারের মুখোমুখি হন বাংলাদেশের তাহসিন তাজওয়ার জিয়া।

ক্রীড়া প্রতিবেদক
যুক্তরাস্ট্রের গ্র্যান্ডমাস্টারকে হারালেন তাহসিন
যুক্তরাস্ট্রের গ্র্যান্ডমাস্টারকে হারালেন তাহসিন |নয়া দিগন্ত

ইউএস দাবা চ্যাম্পিয়নশিপের শেষ দুই রাউন্ডে দুই গ্র্যান্ডমাস্টারের মুখোমুখি হন বাংলাদেশের তাহসিন তাজওয়ার জিয়া।

অষ্টম রাউন্ডে তিনি ইসরাইলি গ্র্যান্ডমাস্টার পরখভ ইয়াইরের কাছে হেরে গেছেন। তবে নবম রাউন্ডে জয় লাভ করেন যুক্তরাস্ট্রের গ্র্যান্ডমাস্টার মোলনের ম্যাকেঞ্জির বিপক্ষে। এতে ৯ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ২৫১ জনের মধ্যে ৩৯তম হয়েছেন এই ফিদে মাস্টার।

অনূর্ধ্ব-২৩৫০ রেটিং ক্যাটাগরিতে তিনি দ্বিতীয় পুরস্কার হিসেবে পান ৩ শ’ ডলার। অপর বাংলাদেশী ফাহাদ রহমান সাড়ে চার পয়েন্ট পেয়ে ১০১ তম হন। শেষ দুই রাউন্ডে অংশ নেননি এই আন্তর্জাতিক মাস্টার।