এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপ-২০২৫-এ বাংলাদেশের পক্ষ থেকে আন্ডার-১৪ বিভাগে অংশ নিয়েছেন উদীয়মান দাবাড়ু খন্দকার মাহরুস মাকিল।
সফলভাবে সমাপ্ত হওয়া ওই প্রতিযোগিতায় ৩৩টি দেশ অংশগ্রহণ করে এবং মাকিল ছিলেন বাংলাদেশের অফিশিয়াল প্রতিনিধি।
মাকিল জাতীয় যুব দাবা চ্যাম্পিয়নশিপে যৌথ চ্যাম্পিয়ন রানার-আপ হয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ অর্জন করেছিলেন। প্রতিযোগিতা জুড়ে তার সক্রিয় উপস্থিতি, দৃঢ়তা ও কৌশলগত দক্ষতা প্রশংসা কুড়িয়েছে।
আন্তর্জাতিক পর্যায়ে এই অংশগ্রহণ তার ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। পরিবার ও কোচিং টিম আশা করছে, এ অভিজ্ঞতা ভবিষ্যতে তাকে আরো উচ্চতায় নিয়ে যাবে।



