বান্দরবানে পুলিশের সম্প্রীতির ক্রীড়া উৎসবে মিনি ম্যারাথন

আয়োজকরা জানান, ক্রীড়ার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার পাশাপাশি তরুণদের মাদকদ্রব্য থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
বান্দরবানে পুুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয় মিনি ম্যারাথন
বান্দরবানে পুুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয় মিনি ম্যারাথন |নয়া দিগন্ত

বান্দরবান জেলা পুলিশের উদ্যোগে সম্প্রীতির ক্রীড়া উৎসব উপলক্ষ্য অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন।

বৃহষ্পতিবার (৬ নভেম্বর) ভোরে বান্দরবান জেলা শহরের ঈদগাহ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ম্যারাথন উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম।

মিনি ম্যারাথনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ শিক্ষার্থী অংশ নেন। দৌড়টি শহরের ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে কালাঘাটা-রোয়াংছড়ি ষ্টেশন হয়ে বালাঘাটা পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। প্রাকৃতিক পরিবেশে পাহাড়ের আঁকা-বাকা, উঁচু-নিচু সড়কে দৌড়াতে পেরে খুশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন।

আয়োজকরা জানান, ক্রীড়ার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার পাশাপাশি তরুণদের মাদকদ্রব্য থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। বান্দরবানের এই ক্রীড়া উৎসবে হ্যান্ডবল ভলিবলসহ অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।