কমনওয়েলথ হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের আয়োজনে মালদ্বীপে চলমান ‘১ম কমনওয়েলথ পুরুষ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫’ টুর্নামেন্টে ভারতকে হারিয়েছে বাংলাদেশ।
ম্যাচে বাংলাদেশ ৭-৩ গোলে হারিয়েছে ভারত বিচ হ্যান্ডবল দলকে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের খেলোয়াড় বিজিবির সিপাহি খোকন মোল্লা।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিজিবির সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, গতকাল ১৮ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ বিচ হ্যান্ডবল দল ৫৩-২৭ গোলের ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছিল। সে ম্যাচেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন বিজিবির খোকন মোল্লা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি হ্যান্ডবল দলের সিপাহি মো: খোকন মোল্লা, সিপাহি মো: আ: রউফ, সিপাহি অনিক পারিয়াল এবং সিপাহি মো: নাহিদ আলী অংশগ্রহণ করে প্রত্যেকেই তাদের নৈপুণ্য প্রদর্শন করেছে।
উল্লেখ্য, ১৮-২৪ সেপ্টেম্বর পর্যন্ত মালদ্বীপে চলমান ‘১ম কমনওয়েলথ পুরুষ সিনিয়র বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫’ প্রতিযোগিতায় মোট ছয়টি দেশ-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও দক্ষিণ আফ্রিকা অংশগ্রহণ করছে। বাসস