এআই অ্যাপ ও অ্যাজেন্টদের জন্য প্ল্যাটফর্ম সম্প্রসারণ করল স্ল্যাক

স্ল্যাক তাদের প্ল্যাটফর্মে আরটিএস এপিআই, এমসিপি সার্ভার ও নতুন ডেভেলপার টুল যুক্ত করে এআই অ্যাপ ও অ্যাজেন্ট তৈরির সুযোগ সম্প্রসারণ করেছে, যা উৎপাদনশীলতা ও কার্যকারিতা বাড়াবে।

নয়া দিগন্ত অনলাইন
এআই অ্যাপ ও অ্যাজেন্টদের প্ল্যাটফর্ম স্ল্যাক
এআই অ্যাপ ও অ্যাজেন্টদের প্ল্যাটফর্ম স্ল্যাক |সংগৃহীত

বিশ্বের শীর্ষস্থানীয় সিআরএম প্রতিষ্ঠান সেলসফোর্সের প্রোডাক্টিভিটি ও কোলাবোরেশন প্ল্যাটফর্ম স্ল্যাক তাদের প্ল্যাটফর্মে বড় ধরনের সম্প্রসারণ এনেছে। ফলে এখন ডেভেলপার ও গ্রাহক প্রতিষ্ঠানগুলো কর্মক্ষেত্রের কথোপকথনের ডেটা থেকেই নিরাপদ ও প্রাসঙ্গিক এআই অ্যাপ এবং অ্যাজেন্ট তৈরি করতে পারবে। নতুন আপগ্রেডের আওতায় এসেছে রিয়েল-টাইম সার্চ (আরটিএস) এপিআই, মডেল কনটেক্সট প্রোটোকল (এমসিপি) সার্ভার এবং নতুন ডেভেলপার টুলসমূহ, যা এআই সিস্টেমগুলোকে পূর্ণাঙ্গ নিরাপত্তা ও যথাযথ অনুমতিসহ স্ল্যাকের গ্রাহক-মালিকানাধীন ডেটাসমূহ অ্যাক্সেস করার সুযোগ দিচ্ছে। ফলে এআই অ্যাজেন্টরা এখন সরাসরি প্রাসঙ্গিক, সঠিক ও কাস্টমাইজড উত্তর দিতে পারছে, যা উৎপাদনশীলতা ও দলগত কার্যকারিতা বৃদ্ধি করছে।

এনথ্রোপিক, গুগল, পারপ্লেক্সিটি, রাইটার, ড্রপবক্স, নোশন, কগনিশন ল্যাবস, ভারসেল এবং কার্সরের মতো শীর্ষ কোম্পানিগুলো এরই মধ্যে স্ল্যাক ব্যবহার করে এআই অ্যাপ ও অ্যাজেন্ট তৈরি করা শুরু করেছে। এই অ্যাপগুলো স্ল্যাক মার্কেটপ্লেসে পাওয়া যাচ্ছে এবং প্রতিদিনের কাজে সহজেই ব্যবহার করা সম্ভব। শুধু তাই নয়, এগুলো বিচ্ছিন্ন সিস্টেমগুলোকে একত্রিত করে এবং বারবার অ্যাপ বদলের ফলে সময়ের যে অপচয় হয় তা কমিয়ে আনে। বিশ্বজুড়ে ২ লাখের বেশি এসএএএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে এবং গড়ে প্রতিটি সংস্থায় ১ হাজারের বেশি এসএএএস অ্যাপ ব্যবহৃত হয়। এর ফলে প্রায় ৪০ শতাংশ উৎপাদনশীলতা কমে আসে এবং ক্রয়কৃত এসএএএস লাইসেন্সের অর্ধেকই অব্যবহৃত থাকে। স্ল্যাকের লক্ষ্য প্রতিষ্ঠানগুলোর আইটি বাজেটের মাত্র ২ শতাংশ ব্যবহার করে বাকি ৯৮ ভাগ বিনিয়োগের সর্বোচ্চ রিটার্ন নিশ্চিত করা।

স্ল্যাক ব্যবহার করে প্রতিষ্ঠানগুলো সহজেই দলীয় আলোচনার গুরুত্বপূর্ণ অগোছালো ডেটাসমূহ নিরাপদে ব্যবহার করতে পারে, ফলে একজন ব্যবহারকারী প্রতি সপ্তাহে গড়ে ৯৭ মিনিট সাশ্রয় করতে সক্ষম হন। কথোপকথনের ডেটা ও অ্যাজেন্টফোর্স সেলস বা ওয়ার্কডের মতো টুলস একত্রে ব্যবহার করে প্রতিষ্ঠানগুলো আগের চেয়ে ৩৭ শতাংশ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং ৩৬ শতাংশ দ্রুততম সময়ে গ্রাহক সেবা দিতে সক্ষম। সেসকল ব্যবসা প্রতিষ্ঠান এআইকে কার্যকরভাবে ব্যবহার করতে পেরেছে, তাদের কর্মীপ্রতি প্রাতিষ্ঠানিক লাভ এআই ব্যবহার না করা প্রতিষ্ঠানগুলোর চেয়ে ৩ গুণ বেশি। প্রতি সপ্তাহে ১৭ লাখের বেশি অ্যাপ স্ল্যাকে ব্যবহৃত হয় এবং শতকরা ৯৫ জন ব্যবহারকারী মনে করেন, স্ল্যাক ইন্টিগ্রেশন টুলগুলোর কার্যকারিতা বাড়িয়ে তোলে।

স্ল্যাকের সিইও ডেনিস ড্রেসার বলেন, ‘কাজের ভবিষ্যৎ নিঃসন্দেহে অ্যাজেন্টিক, আর এআইয়ের সাফল্য নির্ভর করছে মানুষের কাজে এর নির্বিঘ্ন সংযুক্তির ওপর। আমাদের সাম্প্রতিক উদ্ভাবন এআই অ্যাজেন্টদের বিশ্বস্ত সহযোগী হিসেবে গড়ে তোলার জন্য নিরাপদ ও তথ্যসমৃদ্ধ পরিবেশ তৈরি করে। আমরা আমাদের গ্রাহক ও পার্টনারদের জন্য সরাসরি স্ল্যাকে সহজে এআই সমাধান তৈরির পথ খুলে দিয়েছি, যাতে কাজে গতি, স্মার্ট টুলসের ব্যবহার ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।’

আরটিএস এপিআই রিয়েল-টাইমে আলোচনার থ্রেড, ফাইল ও চ্যানেলে নিরাপদ অ্যাক্সেস দেয় এবং কোনো বাল্ক ডেটা ডাউনলোড ছাড়াই নির্দিষ্ট, প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করে। এমসিপি সার্ভার এআই মডেল, অ্যাপ ও অ্যাজেন্টকে কনটেক্সট খুঁজে পেতে এবং মানসম্পন্ন কাজ সরবরাহ করতে সাহায্য করে, যা কাজ আরো সহজ ও নির্ভরযোগ্য করে তোলে। একসাথে এই সিস্টেম ব্যবহার করে ডেভেলপাররা আরো সহজে স্মার্ট ও নিরাপদ অ্যাজেন্ট তৈরি করতে পারে, যা জটিল ওয়ার্কফ্লো অটোমেট করতে সক্ষম ও অধিক নির্ভুল ফলাফল দিয়ে থাকে।

ডেভেলপাররা স্ল্যাক ওয়ার্ক অবজেক্ট ব্যবহার করে অ্যাপ ডেটা সরাসরি কথোপকথনে সংযুক্ত করতে পারে, যেখানে ফাইলের বিবরণ, ছবি ও নথির প্রিভিউ পাওয়া যায়। ব্যবহারকারীরা বিভিন্ন কাজ যেমন আসানা টাস্ক স্ল্যাক ত্যাগ না করেই সম্পন্ন করতে পারবেন।

স্ল্যাককে এখনো মার্কেটপ্লেস পার্টনার ইন্টিগ্রেশনের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয়, যেখানে তৃতীয় পক্ষের অ্যাপ ও অ্যাজেন্টদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা, নিয়ন্ত্রণ ও ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা রয়েছে। এনথ্রোপিক, গুগল, ড্রপবক্স, পারপ্লেক্সিটি এবং নোশনসহ অনেকেই এই নতুন টুল ব্যবহার করছে।

গুগল ক্লাউডের মরিয়ম ঘোলামি বলেন, ‘গুগল অ্যাজেন্টস্পেস ও স্ল্যাক আরটিএস এপিআই সংযোগে তথ্য প্রবাহ নির্বিঘ্ন হয়, ফলে ব্যবহারকারীরা স্ল্যাক ব্যবহার করে অ্যাজেন্টস্পেসের অ্যাজেন্টদের মাধ্যমে বা লাইভ স্ল্যাক ডেটা দ্বারা পরিচালিত অ্যাজেন্টস্পেস ব্যবহার করে আরো গভীর ইনসাইটস পেতে পারেন।’

আরটিএস এপিআই ও এমসিপি সার্ভার এখনো বেটা ভার্সনে রয়েছে এবং ২০২৬ সালের শুরুতে সকল গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে। যেসকল থার্ড পার্টি এআই অ্যাজেন্ট এই ফিচারসমূহ ব্যবহার করছে সেগুলো স্ল্যাক মার্কেটপ্লেসে পাওয়া যাচ্ছে। স্ল্যাক ওয়ার্ক অবজেক্ট অক্টোবরের শেষের দিকে সকল ডেভেলপারদের জন্য উন্মুক্ত হবে এবং নতুন অ্যাজেন্টিক ডেভেলপার টুলস বর্তমানে উন্মুক্ত রয়েছে।

বিজ্ঞপ্তি