বিশ্বের বিভিন্ন প্রান্তে অন্তত ২০০ ব্যবহারকারী হ্যাকিংয়ের শিকার হয়েছে। এ ঘটনায় দ্রুত সমস্যা চিহ্নিত করে সমাধান করল অ্যাপটির কর্তৃপক্ষ মেটা। রোববার (৩১ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হোয়াটসঅ্যাপ তাদের প্লাটফর্মের একটি দুর্বলতা খুঁজে পেয়েছে; যার সুযোগ হ্যাকররা আইফোন ও ম্যাকবুকসহ বিভিন্ন অ্যাপল ডিভাইস হ্যাকিংয়ের সুযোগ পাচ্ছে।
এ বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিকিউরিটি ল্যাবের প্রধান ডনচা সার্ভিল বলেন, এই দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর সাইবার হামলা চালানো হয়েছে।
এদিকে, মেটা তাদের অ্যাপটিতে একটি লাইভ আপডেট পাঠিয়ে এই দুর্বলতাকে বন্ধ করে দিয়েছে; যার সুযোগে হ্যাকাররা সুযোগ গ্রহণ করছে।
মেটা জানিয়েছে, গোটা বিশ্বে অন্তত ২০০ জন মানুষ এই দুর্বলার কারণে হ্যাকিংয়ের শিকার হয়েছে।
সূত্র : আল জাজিরা