অ্যাপেল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা ইলন মাস্কের

ওপেনএআই একটি বিবৃতিতে জানায়, ‘এই মামলা ইলন মাস্কের স্বভাবসুলভ। আরো সমস্যায় পড়তেই একাজ করেছেন তিনি।’

নয়া দিগন্ত অনলাইন
ইলন মাস্ক
ইলন মাস্ক |সংগৃহীত

অ্যাপেল ও চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা সংস্থা ওপেনএআই -এর বিরুদ্ধে সোমবার মামলা করেছেন ইলন মাস্ক।

মামলায় তিনি বলেছেন, এই দুই সংস্থার ‘একচেটিয়া আধিপত্যের’ কারণে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবক্স, গ্রক।

টেক্সাসের এই মামলায় মাস্কের এআই স্টার্টআপ এক্সএআই বলেছে, অ্যাপেল তাদের অ্যাপ স্টোরে চ্যাটজিপিটির উপরে অন্য কোনো চ্যাটবটকে জায়গা করতে দিচ্ছে না। ফলে, মার খাচ্ছে গ্রক। ব্যবহারকারীদের সাথে যোগাযোগ স্থাপন না করতে পারলে এমন সফটওয়্যারকে আরো উন্নত করা সম্ভব নয়।

মামলায় জানানো হয়েছে, অ্যাপেল এবং ওপেনএআই ‘এক্স ও এক্সএআই-এর মতো সংস্থার জন্য বাজার বন্ধ করে একচেটিয়া আধিপত্য কায়েম করছে।’ আরো বলা হয়, ‘ওপেনএআই -এর সাথে চুক্তিবদ্ধ থাকার কারণেই গ্রককে আটকাচ্ছে অ্যাপেল।’

সোমবার নিজের এক্স হ্যান্ডেলে মাস্ক লেখেন, ‘গ্রকের গড়ে চার দশমিক নয় রেটিং নিয়ে প্রায় ১০ লাখ রিভিউ থাকা সত্ত্বেও অ্যাপেল তাদের তালিকায় গ্রককে স্থান দিচ্ছে না।’

ওপেনএআই একটি বিবৃতিতে জানায়, ‘এই মামলা ইলন মাস্কের স্বভাবসুলভ। আরো সমস্যায় পড়তেই একাজ করেছেন তিনি।’