দেশীয় উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরের যাত্রাকে বেগবান করতে রবি আজিয়াটা পিএলসি’র আয়োজনে শেষ হলো বিডিঅ্যাপস ইনোভেশন সামিট-২০২৫। এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনী অ্যাপ তৈরি করে বিডিঅ্যাপস পরিবারে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন মেধাবী ডেভেলপাররা।
মঙ্গলবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শীর্ষ ১০টি টিম তাদের আইডিয়া উপস্থাপন করে। এরপর সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ডা. চাষী, দ্বিতীয় হয়েছে চিঠি ডট মি এবং তৃতীয় স্থান অধিকার করেছে শুটার এক্স। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো: এমদাদ উল বারী, বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান মো: আবু বকর সিদ্দিক, রবি’র এক্টিং সিইও এম. রিয়াজ রাশীদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ।
শীর্ষ ১০টি টিমের মধ্যে আরো ছিল- চিঠি ডট মি, ডা. চাষী, নার্ডব্রো, পাউবাড্ডি, শ্যুটার এক্স, বার্তা, শিখি এআই, ডায়েটকোচ, লিফমেড ও এইসআইটি।
অনুষ্ঠান থেকে জানানো হয়েছে, দেশব্যাপী রোডশোয়ের মাধ্যমে গত মে মাসে শুরু হয় বিডিঅ্যাপস ইনোভেশন সামিটের কার্যক্রম। এরপর অনলাইনে কৃষি, ডিজিটাল শিক্ষা, গেমিং, প্রাণী সুরক্ষাসহ বিভিন্ন খাতের জন্য ১৩ শ’র বেশি আইডিয়া জমা পড়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ফ্রি ল্যান্সারসহ সৃজনশীল তরুণরা স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশ নেন। প্রথমে আগ্রহীদের মধ্য থেকে বাছাইকৃত ২৫টি আইডিয়া প্রদানকারীদের তাদের ধারণা উপস্থানের সুযোগ দেয়া হয়। সেখান থেকে বাছাই করা সেরা ১০টি আইডিয়ার মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।