বাংলাদেশে ভ্রমণপ্রেমীদের সঙ্গী হয়ে ভিভোর নতুন স্মার্টফোন ভি৬০ লাইট এগিয়ে চলেছে। গ্রাহকরা একে গ্রহণ করছেন এর প্রফেশনাল ট্রাভেল পোর্ট্রেট, শক্তিশালী প্রসেসর ও ম্যাসিভ ব্যাটারির প্যাকেজের কারণে।
প্রফেশনাল পোর্ট্রেট সহযোগী অরা লাইট ৩.০*
ভিভো ভি৬০ লাইট বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ভ্রমণের প্রতিটি স্মৃতিকে স্মরণীয় করে রাখতে। এর থার্ড জেনারেশন অরা লাইট, সনি আইএমএক্স৮৮২ সেন্সরের ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও এআই মাস্টার এইচডি অ্যালগরিদমের সমন্বয়ে যেকোনো জায়গায় যেকোনো আলোতে তুলে স্পষ্ট ও নিখুঁত ছবি। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার নিখুঁত ডিটেইলসের প্রেমে পড়ছেন সবাই। ফ্রন্ট ও ব্যাক দুটি ক্যামেরাতেই ফোর-কে ভিডিওর সুযোগ থাকায় যেকোনো কনটেন্ট তৈরি করাও এখন আরো সহজ।
এছাড়া ভিভোর এআই ইমেজ স্টুডিওতে এবার যোগ হয়েছে নতুন এআই ফর সিজন পোর্ট্রেট মোড। যা এক ছবিতেই চারটি ভিন্ন ঋতুর সৌন্দর্য ফুটিয়ে তুলে। উন্নত এআই ইরেজ ৩.০ টুরিস্ট স্পটে ভিড়ের মাঝেও তোলা ছবি থেকে অনাকাঙ্ক্ষিত বস্তু সহজে সরিয়ে দেয়। স্মার্ট লাইটিং কন্ট্রোল এবং মাস্টার পোর্ট্রেট স্টাইল বোকেহ ছবিতে জাদুর ছোঁয়া দেয়। রয়েছে টার্বো প্রসেসরের সাথে গেমিংয়ে সবার আগে। ৪ ন্যানোমিটার প্রযুক্তিনির্ভর এই চিপসেট নিশ্চিত করে ৯০এফপিএস পর্যন্ত ফাস্ট রেসপন্স। এছাড়াও ১২ জিবি র্যাম এবং অতিরিক্ত ১২ জিবি এক্সটেন্ডেড র্যাম, যা একাধিক অ্যাপ একসাথে চালিয়েও ফোনকে রাখে ল্যাগ-মুক্ত। স্মার্ট সিস্টেম অপটিমাইজেশনের ফলে ভিভো ভি৬০ লাইট পাঁচ বছর পর্যন্ত ফাস্ট ও স্মুথ পারফরম্যান্স বজায় রাখে। বিজ্ঞপ্তি।



