বিশ্বের সবচেয়ে সরু বা ‘রোগা’ গাড়ি তৈরি করেছেন ইতালির এক ম্যাকানিক—এমনই এক চমকপ্রদ ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিদেশী একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়- এটি মূলত একটি ফিয়াট পান্ডা গাড়ি ছিল, যেটিকে সম্পূর্ণ মোডিফাই করে অবিশ্বাস্যরকম সরু করে তোলা হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, গাড়িটির আকার অনেকটা টুথপিকের মতো। গাড়িটির চাকা চারটি হলেও, সেগুলোর মধ্যে দূরত্ব এতটাই কম যে এটি দেখতে যেন একটি চলন্ত দেয়াল। এতে কেবল একজন চালক বসতে পারেন, আর কারো বসার জায়গা নেই।
আশ্চর্যের বিষয়, এত সরু গাড়ি হলেও চালকের তা চালাতে কোনো অসুবিধা হচ্ছে না। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি স্বাচ্ছন্দ্যেই ড্রাইভ করছেন।
নেটিজেনরা একে কখনো মোটরবাইকের প্রতিদ্বন্দ্বী, কখনো নিউ ইয়র্কের সুউচ্চ ভবনের সাথে তুলনা করছেন। কেউ মন্তব্য করেছেন, ‘এটা তো যেন বিল্ডিংয়ে চাকা লাগিয়ে রাস্তায় নামিয়ে দেয়া হয়েছে!’
-ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সূত্র : জিও নিউজ ও অন্যান্য