স্টারলিংকের অফিসিয়াল রিসেলার হলো বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে স্টারলিংক সেবার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় এ ঘোষণা দেয়া হয়।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা অনুষ্ঠান
বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা অনুষ্ঠান |সংগৃহীত

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এখন থেকে স্টারলিংকের অফিসিয়াল রিসেলার হিসেবে দায়িত্ব পালন করবে।

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে স্টারলিংক সেবার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় এ ঘোষণা দেয়া হয়।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল বিজনেস অপারেশন্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।

উপদেষ্টা বলেন, ‘এখন থেকে আর কোনো সরকার নির্বিচারে জনগণকে বিশ্বের সাথে বিচ্ছিন্ন করার ক্ষমতা রাখবে না। এ লক্ষ্যে ইন্টারনেট বন্ধে সরকারের একচেটিয়া ক্ষমতা প্রতিরোধে একটি নতুন আইন প্রণয়নের কাজ চলছে, যা দ্রুতই কার্যকর হবে।’

তিনি স্মরণ করিয়ে দেন, ‘এক বছর আগে এই দিনে, তৎকালীন স্বৈরশাসক সরকারের নির্দেশে সারাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছিল। সেই ডিজিটাল ব্ল্যাকআউটে মানুষ নিপীড়নের শিকার হয়—গণগ্রেফতার, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে।’

তিনি বলেন, ‘আজ বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করেছে। ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার।’

তিনি জানান, ‘স্টারলিংক সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত, দুর্গম ও অনগ্রসর এলাকাসমূহে উচ্চগতির ইন্টারনেট পৌঁছাবে, যা শিক্ষা, স্বাস্থ্যসেবা, ই-কমার্স, রিমোট কর্মসংস্থান ও ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

স্পেসএক্সের গ্লোবাল বিজনেস অপারেশন্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার লিখিত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ এমন একটি দেশ, যারা দেখিয়েছে কিভাবে সাহসী ও দূরদর্শী নেতৃত্ব প্রযুক্তিকে বাস্তবে রূপ দেয়। ফেব্রুয়ারিতে আলোচনা শুরু হয়, মে মাসে অনুমোদন সম্পন্ন হয়, আর আজ সেবা চালু হলো—এমন দ্রুত অগ্রগতি আমরা বিশ্বের খুব কম দেশেই দেখি।’

তিনি আরো বলেন, ‘স্টারলিংক কেবল প্রযুক্তি নয়, এটি একটি পরিবর্তনের মাধ্যম—যা গ্রামীণ শিক্ষা, টেলিমেডিসিন, রিমোট ওয়ার্ক এবং ডিজিটাল অর্থনীতির মাধ্যমে জীবনের মান উন্নয়নে ভূমিকা রাখবে।’

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং অন্যান্য দেশীয় অংশীদারের সহযোগিতায় কাজ করবে স্টারলিংক।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্বে) জহিরুল ইসলাম, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো: এমদাদ উল বারী, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক মো: আসলাম হোসেন। বিজ্ঞপ্তি