বাংলাদেশী হাফেজরা বিশ্বসেরা, এটি আরো একবার প্রমাণ করলো ছোট্ট শিশু হাফেজ আনাস বিন আতিক (১৫)। সে লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাতে লিবিয়ার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানেই ছোট্ট হাফেজদের জন্য নির্ধারিত ‘সিগারুল হুফফাজ’ গ্রুপের তৃতীয়তম বিজয়ী হিসেবে আনাসের নাম উঠে আসে।
হাফেজ আনাস রাজধানীর জামিয়া আশরাফিয়া মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার লুপাড়া গ্রামের হাফেজ মাওলানা আতিকুর রহমানের ছেলে। সে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে মনোনীত হয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয়। এতে তৃতীয় স্থান অধিকার করে ৫০ হাজার লিবিয়ান দিনার পুরস্কার পেয়েছে আনাস।
তার এই গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে লিবিয়ার সালমান মাহমুদ, দ্বিতীয় স্থান গিনির আমাদু বালিদি, চতুর্থ স্থান ইয়ামেনের আইমান মোহাম্মদ সাঈদ ও পঞ্চম স্থান অধিকার করেছে জার্মানির মুনিব রামিজ মাহমুদ।
লিবিয়ার এবারের কোরআন প্রতিযোগিতায় চারটি গ্রুপে বিশ্বের ৭৫টি দেশের মোট ১২০ জন প্রতিযোগী অংশ নেয়। চূড়ান্ত পর্বে মোট ১৮ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়।
লিবিয়া সফরে হাফেজ আনাস বিন আতিকের সফরসঙ্গী ও পর্যবেক্ষক হিসেবে ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারী মাসউদুর রহমান। তিনি সংস্থাটির মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানীর প্রতিনিধি হয়ে লিবিয়া সফর করেন। আর এর আগে, হাফেজ আনাস রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায় হিফজ বিভাগে পড়েছে।