উম্মুল কুরা থেকে হজের খুতবা বাংলায় অনুবাদকারী ওয়াহিদুর রহমানের পিএইচডি অর্জন

সেখানেই আ.ফ.ম. ওয়াহিদুর রহমান মাক্কী আনুষ্ঠানিকভাবে পিএইচডি ডিগ্রির স্বীকৃতি পান।

নয়া দিগন্ত অনলাইন
শায়খ বিন বাজ হলরুমে উপস্থিত অতিথিদের সাথে আ.ফ.ম. ওয়াহিদুর রহমান মাক্কী (ইনসেটেও  আ.ফ.ম. মাক্কীর স্থিরচিত্র)।
শায়খ বিন বাজ হলরুমে উপস্থিত অতিথিদের সাথে আ.ফ.ম. ওয়াহিদুর রহমান মাক্কী (ইনসেটেও আ.ফ.ম. মাক্কীর স্থিরচিত্র)।

সৌদি আরবের মক্কায় অবস্থিত বিশ্বখ্যাত বিদ্যাপীঠ উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেছেন পবিত্র হজের খুতবা বাংলায় অনুবাদকারী কক্সবাজারের কৃতি সন্তান আ.ফ.ম. ওয়াহিদুর রহমান মাক্কী।

রোববার (২২ জুন) স্থানীয় সময় সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শায়খ বিন বাজ হলরুমে এ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানেই আ.ফ.ম. ওয়াহিদুর রহমান মাক্কী আনুষ্ঠানিকভাবে পিএইচডির স্বীকৃতি পান।

তার গবেষণা অভিসন্দর্ভের শিরোনাম ছিল ‘The Jurisprudence of Calling to Allah through what Imam Al-Bayhaqi reported in As-Sunan Al-Kubra that is not in the other six books of hadith - Starting From ‘The Book of Merits Of Knowledge’ Until The End Of ‘The Book of Fasting।’

বর্তমানে আ.ফ.ম. ওয়াহিদুর রহমান মাক্কী সৌদি আরবের পবিত্র হারামাইন শরীফাইনের বাংলা বিভাগের অনুবাদক, ভাষ্যকার ও তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছেন। ২০২০, ২০২১ এবং ২০২৩ সালে তিনি হজের খুতবার বাংলা অনুবাদ করেছেন।

সৌদি সরকারের যুগান্তকারী সিদ্ধান্তে ২০টি ভাষায় হজের খুতবা সম্প্রচার প্রকল্পে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এ ছাড়াও তিনি মক্কায় ইসলামিক সেন্টারে দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করে বাংলাভাষী মুসলমানদের মাঝে ইসলামের বাণী প্রচারে কাজ করছেন। তার এই ভূমিকা মুসলমানদের মাঝে দ্বীনি শিক্ষা ও শান্তির বার্তা পৌঁছাতে সহায়ক হয়ে উঠেছে।

আ.ফ.ম. ওয়াহিদুর রহমান মাক্কী তার পিতৃস্থানীয় মাদরাসা এবং পারিবারিক ঐতিহ্য থেকে দ্বীনি শিক্ষা গ্রহণের পর সৌদি আরবে গিয়ে উচ্চতর শিক্ষার মাধ্যমে ইসলামী গবেষণার অঙ্গনে উল্লেখযোগ্য অবদান রাখছেন।