প্রবাসীদের বিশ্বের কোথাও মূল্যায়ন নেই : ড. এনায়েতুল্লাহ আব্বাসী

দেশের প্রধানমন্ত্রী থেকে রাস্তার ঝাড়ুদার পর্যন্ত যে প্রবাসীদের টাকায় বেতন পায়, পৃথিবীর কোথাও তাদের মূল্যায়ন নেই।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
ড. এনায়েতুল্লাহ আব্বাসী
ড. এনায়েতুল্লাহ আব্বাসী |নয়া দিগন্ত

জনপ্রিয় ইসলামী স্কলার ও জৈনপুরীর পীর ড. এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, দেশের প্রধানমন্ত্রী থেকে রাস্তার ঝাড়ুদার পর্যন্ত যে প্রবাসীদের টাকায় বেতন পায়, পৃথিবীর কোথাও তাদের মূল্যায়ন নেই। এরচেয়ে বড় কলঙ্ক আর কী হতে পারে। এর জন্য দায়ী বাংলাদেশের সরকার ও সংশ্লিষ্ট দূতাবাস। তাদেরই এসব দেখার দায়িত্ব।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জালান আমপাং-এ মোজাফফরিয়া ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্বাসী বলেন, প্রবাসীদের অবমূল্যায়নের জন্য বাংলাদেশের সরকার ও সংশ্লিষ্ট দূতাবাস। তাদেরই দেখার দায়িত্ব- প্রবাসীরা সঠিক মর্যাদা ও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে কিনা। কিন্তু দেখা যায়, একজন প্রবাসী মারা গেলে তার লাশ ১৫ দিন পড়ে থাকে। দেখার কেউ নেই। কেন এটা হবে? প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় নিজ দায়িত্বে প্রবাসীর লাশটা নিয়ে যাবে। তার বাড়িতে লাশটা পৌঁছে দেবে, এটাই সরকারের দায়িত্ব হওয়া উচিত। সবচেয়ে অবহেলিত হচ্ছে বাংলাদেশীরা তারা যেখানে যাচ্ছে কোথাও সম্মান পাচ্ছে না।

পিএচডি গবেষক মাওলানা মিসবাহ উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মুজাফফরিয়া ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ব্যবসায়ী ও কমিউনিটির নেতা তালহা মাহমুদ, কাজী সালাউদ্দিন আহমেদ, রাশেদ বাদল, মো: ডালিম আশেকানে জৈনপুরী, মো: জামাল উদ্দিন ও মো: হুমায়ুন কবির ফয়সল।

এ সময় আরো উপস্থিত ছিলেন মো: কাইয়ুম শেখ, মো: মালাম, মো: কামরুল হাসান, শহিদুল ইসলাম আলী, ম. মঈনুল, লুৎফর রহমান রানা, কবির হোসেন, মো: নাজমুল হাসান প্রমুখ।