২০ নভেম্বর জাতীয় মসজিদে বিশ্ববরেণ্য কারীদের মিলনমেলা

আসন্ন আন্তর্জাতিক কিরাত সম্মেলন সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন

‎সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তাদের প্রেরিত প্রতিযোগীরা ইতোমধ্যে দেশে-বিদেশে অংশ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন, যা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।

নয়া দিগন্ত অনলাইন
সংবাদ সম্মেলনে কথা বলছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী
সংবাদ সম্মেলনে কথা বলছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী |ছবি : নয়া দিগন্ত

আগামী ২০ নভেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম পূর্ব চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ৬ষ্ঠ আন্তর্জাতিক কিরাত সম্মেলন-২০২৫। সম্মেলনটি আয়োজন করছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে সংস্থাটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

তিনি বলেন, পবিত্র কোরআনের অমৃত বাণীকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবছরের মতো এবারো কোরআনুল কারিমের তিলাওয়াত প্রচার ও প্রসারের লক্ষ্যে আন্তর্জাতিক এই সম্মেলন আয়োজন করা হচ্ছে।

শায়েখ মাদানী আরো জানান, আগামী ২০ নভেম্বর বাদ জোহর থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই মহাসম্মেলন। এতে অংশগ্রহণ করবেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান কারীগণ। ইতোমধ্যে ইরান, মিসর, সৌদি আরব, পাকিস্তান, ইংল্যান্ড ও ভারত থেকে আন্তর্জাতিক পর্যায়ের প্রখ্যাত কারীগণ অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তাদের প্রেরিত প্রতিযোগীরা ইতোমধ্যে দেশে-বিদেশে অংশ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন, যা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ. ফ. ম. খালিদ হোসেন। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা, রাজনীতিবিদ, বিদেশী কূটনীতিক, জাতীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

‎সবশেষে শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বর্তমান সরকার ও ইসলামিক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই সম্মেলন বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা করছে। বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ঢাকাস্থ ইরান কালচারাল সেন্টার এবং দেশের বিভিন্ন গণমাধ্যম ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিও আমরা আন্তরিক কৃতজ্ঞ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা, প্রচার সম্পাদক মাওলানা মাহমুদ জাব্বার, দফতর সম্পাদক মাওলানা নোমান তাফহীম প্রমুখ।