৯ দিনব্যাপী ইলমি সফরে বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত পাকিস্তানি দাঈ মুফতি তারেক মাসউদ। তিনি এই সফরে রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্তে একাধিক ইসলামী ও দাওয়াতি কনফারেন্সে অংশ নেবেন।
শুক্রবার (২০ জুন) নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন তার এই সফরের অন্যতম ব্যবস্থাপক ও মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন মাহমুদ
তিনি জানান, আগামী ২৩ জুলাই বাংলাদেশের মাটিতে পা রাখবেন বিশ্ববরেণ্য এই ইসলামী স্কলার এবং তার এই সফর ৩১ জুলাই শেষ হবে।
এই সফরে মুফতি তারেক মাসউদ বিশেষত মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের আয়োজনে আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বলেও নিশ্চিত করেন সংস্থাটির চেয়ারম্যান মাওলানা মোশাররফ হোসাইন। তিনি বলেন, ‘শায়খের অন্য প্রোগ্রামগুলোর সময়সূচি খুব শিগগিরই জানিয়ে দেয়া হবে।’
মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদ ছাড়াও মুফতি তারেক মাসউদের এই সফরের সার্বিক তত্ত্বাবধানে আরো রয়েছেন দেশের খ্যাতনাম বক্তা ও মারকাযুত তারবিয়া বাংলাদেশের পরিচালক মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হিশামুর রহমান ত্বালহা।