আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে সৌদি আরবের মক্কায় গেছেন হাফেজ বশির আহমাদ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
হাফেজ বশির রাজধানীতে অবস্থিত হাফেজ নেছার আহমদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। বশিরের এই সফরে শায়খ নাছিরী তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
মক্কার মসজিদে হারামে অনু্ষ্ঠিত কোরআন প্রতিযোগিতার বিশ্ব মঞ্চে মেধাবী প্রতিযোগী হাফেজ বশির বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তিনি বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন।
হাফেজ বশির এর আগে ইরানে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। গত বছর আলজেরিয়ায় বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তৃতীয়, পি এইচপি কোরআনের আলো এনটিভিতে প্রথম এবং হুফফাজুল কোরআনেও প্রথম হন।
হাফেজ বশির আহমাদের জন্য দোয়া চেয়ে শায়খ নেছার আহমদ আন নাছিরী দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের প্রেরণা। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে, বাংলাদেশকে প্রতি বছরের ন্যায় এবারো বিশ্ব হিফজের মানচিত্রে নেতৃত্বের আসনে পৌঁছে দেয়া।’