ইসলামী জ্ঞানের অন্যতম মূল উৎস হলো হাদীস। নবী করীম সা:-এর বাণী, কাজ ও অনুমোদনের বিশুদ্ধ রেকর্ড সংরক্ষণের মাধ্যমে হাদীস গ্রন্থগুলো মুসলিম উম্মাহকে চিরকাল আলোকিত করে আসছে। এই ধারায় সংকলিত হাদীস গ্রন্থের মধ্যে সহীহ মুসলিম দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচিত। ইমাম মুসলিম রহ:-এর দ্বারা সংকলিত এই হাদীস গ্রন্থটি নিখুঁত যাচাই-বাছাইয়ের মাধ্যমে রচিত, যেখানে কেবলমাত্র সহীহ ও নির্ভরযোগ্য হাদীসগুলোই স্থান পেয়েছে।
বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ অত্যন্ত যত্নের সাথে প্রকাশ করেছে ‘মুসলিম শরীফ (সহীহ মুসলিম)’-এর অনুবাদ ও ব্যাখ্যাসহ একটি চমৎকার সংস্করণ। এতে হাদীসগুলো আরবি মূল পাঠ, নির্ভুল বাংলা অনুবাদ এবং প্রাসঙ্গিক ব্যাখ্যার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। ফলে পাঠকগণ সহজেই হাদীসের মর্মার্থ অনুধাবন করতে পারেন।
এই বইয়ে আকিদা, সালাত, রোজা, হজ, যাকাত, নৈতিকতা, পারিবারিক জীবন, সমাজনীতি, ব্যবসা, জিহাদ ও কিয়ামতের আলামতসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ের বিশুদ্ধ হাদীস স্থান পেয়েছে। এটি কেবলমাত্র ব্যক্তিগত পাঠের জন্য নয়; বরং মসজিদ, মাদরাসা ও গবেষণা প্রতিষ্ঠানেও এটি একটি অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত।
বইটি বেশ কয়েকটি অনলাইন ওয়েবসাইটে পাওয়া যাবে, তবে অরিজিনাল ছাপা বই কিনতে ভিজিট করতে হবে বিশ্বস্ত ইসলামী অনলাইন বুকশপ ‘ইসলামিক বণিক ডটকম’-এ। ওয়েবসাইট : www.islamicbonik.com।
বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করা যাবে- ০১৭১৯-৩০১৮২৭ নম্বরে। এ ছাড়া ইউটিউবে এই নম্বর দিয়ে সার্চ করেও ইসলামী বইয়ের বিভিন্ন তথ্য পাওয়া যাবে।