ইতিহাসসেরা আয়োজন নিয়ে হাজির হচ্ছে ইসলামী বইমেলা

থাকবে একাধিক বিদেশী প্রকাশনী

এখন এটি দেশের সবচেয়ে বড় ইসলামী বইমেলা। আর আশা করা হচ্ছে- এবারের মেলা ইতিহাস সৃষ্টি করবে।

নয়া দিগন্ত অনলাইন
ইসলামী বইমেলার জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় মসজিদ চত্বর
ইসলামী বইমেলার জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় মসজিদ চত্বর |সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ইসলামী বইমেলা। রাসূল সা:-এর জীবনাদর্শ সকলের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছর রবিউল আওয়াল মাসে জাতীয় মসজিদ বাইতুল মোকরম চত্বরে এই মেলার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সেই হিসেবে এবারের মেলা শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মেলার আয়োজকরা জানিয়েছেন, এবারের ইসলামী বইমেলা ইতিহাসসেরা আয়োজন নিয়ে হাজির হচ্ছে। এতে প্রথমবারের মতো অংশ নেবে পাকিস্তান, মিসর ও লেবাননসহ দেশ-বিদেশের শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। মাসব্যাপী এই মেলার স্টল বরাদ্দের লটারি হবে আগামী ৪ সেপ্টেম্বর জোহরের নামাজের পর, জাতীয় মসজিদে ডিজির সভাকক্ষে।

মেলা কমিটির সদস্য রফিকুল ইসলাম জানান, এবারই প্রথম বায়তুল মোকাররমের পূর্ব গেইট থেকে দৈনিক বাংলার মেইন রোড পর্যন্ত মেলার স্টল বিস্তৃত করা হচ্ছে। এবারের মেলাটি হবে আন্তর্জাতিক। মেলার প্রস্তুতি পুরোদমে চলছে।

তিনি আরো জানান, মেলায় পাঠক ও দর্শনার্থীদের জন্য থাকবে শিশুচত্বর, মিডিয়া কর্নার, নারীদের আলাদা বসার জায়গা, লিটল ম্যাগাজিন কর্নার, লেখক কর্নার, চা, কফি, ফুড কর্নার ও ইনফরমেশন সেন্টার। এ ছাড়া বিশাল মঞ্চে অনুষ্ঠিত হবে লেখক, প্রকাশক, পাঠক ও অতিথিদের নিয়ে আলোচনা, সাংস্কৃতিক আয়োজন ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন।

বাংলাদেশে ইসলামী বইমেলার যাত্রা শুরু হয় নব্বইয়ের দশকের শেষভাগে। প্রথমদিকে সীমিত আকারে মেলা হতো। ধীরে ধীরে পরিধি বাড়তে থাকে। পরিণত হয় লেখক-পাঠক ও প্রকাশকদের মিলনমেলায়। এখন এটি দেশের সবচেয়ে বড় ইসলামী বইমেলা। আর আশা করা হচ্ছে- এবারের মেলা ইতিহাস সৃষ্টি করবে।