কোরআন হিফজ করলেন ৭০ বছরের বৃদ্ধা

দাতব্য সংস্থা ‘তারতিল’র পরিচালনা পরিষদের চেয়ারম্যান আলি আল-ছুরুরসহ অন্যান্যরাও ৭০ বছর বয়সী হামদাহ আল-গামেদির এমন অর্জনে উচ্ছ্বসিত।

নয়া দিগন্ত অনলাইন

ইচ্ছা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়, বিষয়টি ফের প্রমাণ করলেন সৌদি আরবের এক বৃদ্ধা। ৭০ বছর বয়সে পবিত্র কোরআন হিফজ করেছেন তিনি।

সোমবার (২৪ নভেম্বর) আখবার-২৪ এর সূত্রে রাশিয়া টুডে জানায়, ওই বৃদ্ধার নাম হামদাহ আল-গামেদি। তিনি সৌদি আরবের আলবাহা প্রদেশের বাসিন্দা।

‘তারতিল’ নামের স্থানীয় একটি দাতব্য সংস্থার অধীনে পরিচালিত ‘হালকাতু তাহফিজিল কোরআন’-এ পড়ে হামদাহ হিফজ সম্পন্ন করেন।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো- হিফজ সম্পন্ন করতে তার অন্তত দুই যুগ সময় লেগেছে। অথচ, শৈশব থেকেই তার মধ্যে কোরআন হিফজ করার প্রচণ্ড আগ্রহ ছিল। কিন্তু গৃহস্থালির কাজ, বার্ধক্য, স্বাস্থ্যগত প্রতিবন্ধকতা এবং অন্যান্য সমস্যার কারণে কোরআন মুখস্থে তার এই দীর্ঘ সময় ব্যয় করতে হয়েছে।

তারপরও জীবনের এমন পড়ন্ত বেলায় গামেদির এই অর্জনে দারুণ উচ্ছ্বসিত ‘হালকাতু তাহফিজিল কোরআন’র সংশ্লিষ্টরা। তার হিফজ সম্পন্ন উপলক্ষে তারা একটি অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে তাকে বিশেষভাবে সম্মানিত করা হয়।

তারতিল

ওই অনুষ্ঠান থেকে এই বার্তাও দেয়া হয় যে, আসলে পবিত্র কোরআনে কারিম জীবনের এক অনন্য আলো। যে কেউই তাকে প্রকৃত আপন বানাবে, তাকেই পবিত্র কোরআন পথ দেখাবে। সেটা যে বয়সেই হোক।

হামদাহ আল-গামেদির হিফজ শিক্ষিকা বলেন, হাফেজা হামদাহ নিজেই বাস্তবে এক উদাহরণ। তিনি নিয়মিত মাদরাসায় আসতেন। কোরআনের প্রতি তার ছিল চূড়ান্ত আগ্রহ ও টান। এই পড়ন্ত বয়সেও তিনি তা হিফজ করে অনন্য নজির স্থাপন করলেন।

দাতব্য সংস্থা ‘তারতিল’র পরিচালনা পরিষদের চেয়ারম্যান আলি আল-ছুরুরসহ অন্যান্যরাও ৭০ বছর বয়সী হামদাহ আল-গামেদির এমন অর্জনে উচ্ছ্বসিত।