রোজার জন্য নিয়ত করা আবশ্যক। নিয়ত শব্দের অর্থ হলো কোনো কিছুর সংকল্প করা। রোজার নিয়ত মুখে উচ্চারণ করলে যেমন হয়ে যাবে, একইভাবে মনে মনে করলেও হবে। রোজার নিয়ত সুবহে সাদিক থেকে দ্বীপ্রহরের আগ পর্যন্ত করা যায়। রোজা রাখার জন্য সাহরি খেলে সেটাও নিয়ত হিসাবে গণ্য হবে।
প্রত্যেক রোজার জন্য আলাদা নিয়ত করতে হবে?
হানাফি মাজহাব অনুসারে প্রতিদিনের রোজার জন্য পৃথক নিয়ত করা আবশ্যক। সূত্র : ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/১৯৫