সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও দেশটির সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ আলে শায়খ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর পবিত্র হজের খুতবা দেয়ার অনন্য সৌভাগ্য লাভ করেন। যা ইসলামের ইতিহাসে মসজিদে নামিরার সুদীর্ঘকালের খতিব হিসেবে একটি অনন্য রেকর্ড। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে খুতবা দেয়া থেকে অবসর নেন।
পাশাপাশি ইসলামী ইতিহাসের বিখ্যাত কয়েকজন মুসলিম মনীষী পরিস্থিতির কারণে পবিত্র হজ আদায় করতে পারেননি, তাদের বেশ কয়েকজনের পক্ষ থেকেও মরহুম গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বদলি হজ আদায় করেছেন।
তিনি যাদের বদলি হজ আদায় করেছেন, তাদের অন্যতম হলেন- কর্ডোভায় জন্মগ্রহণকারী ইমাম ইবনে হাযম (৯৯৪-১০৬৪ খ্রিস্টাব্দ), বর্তমান সিরিয়ায় (নাউয়া) জন্মগ্রহণকারী ইমাম আন-নববী (১২৩৩-১২৭৭খ্রিস্টাব্দ), আন্দালুসিয়ায় জন্মগ্রহণকারী ইমাম ইবনে আবদুল বার (৯৭৮-১০৭১ খ্রিস্টাব্দ), বাগদাদে জন্মগ্রহণকারী ইমাম ইবনে রজব আল-হাম্বলী (১৩৩৫-১৩৯৩ খ্রিস্টাব্দ) ও সিরিয়ায় জন্মগ্রহণকারী ইমাম মুনজিরি রাহিমাহুমুল্লাহু জামিয়ান (১৭৯৬-১৮৬০ খ্রিস্টাব্দ)।