আন্তর্জাতিক ইসলামী বইমেলায় আরবি পত্রিকা ‘আর-রিফদা’র প্রতি দৃষ্টি আকর্ষণ

অনুষ্ঠানের সার্বিক আয়োজনের দায়িত্বে ছিলেন ‘আর-রিফদা’র সহসম্পাদক আব্দুল্লাহ আবরার এবং মিডিয়া সম্পাদক আবু সাঈদ আল হানাফি।

নয়া দিগন্ত অনলাইন
আন্তর্জাতিক ইসলামী বইমেলায় আরবি পত্রিকা ‘আর-রিফদা’র মোড়ক উন্মোচন
আন্তর্জাতিক ইসলামী বইমেলায় আরবি পত্রিকা ‘আর-রিফদা’র মোড়ক উন্মোচন |সংগৃহীত

আন্তর্জাতিক ইসলামী বইমেলার লিটলম্যাগ কর্নার ও ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় আরবি পত্রিকা ‘আর-রিফদা (الرفدة)’-এর সেপ্টেম্বর-অক্টোবর সংখ্যার বর্ণাঢ্য মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার আদব বিভাগের প্রধান মুশরিফ ও ‘আর-রিফদা’র সম্পাদক মুফতি গোলাম রাজ্জাক কাসেমী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লালমাটিয়া মাদরাসার মুহাদ্দিস ও ‘আর-রিফদা’র নির্বাহী পরিচালক মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময় টিভির সিনিয়র সাংবাদিক মুফতি আব্দুল্লাহ তামিম, মুফতি জাকারিয়া হারুন এবং নারায়ণগঞ্জ মাহমুদিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ আল মামুনসহ প্রখ্যাত ওলামায়ে কেরাম ও সাহিত্য অনুরাগী ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সার্বিক আয়োজনের দায়িত্বে ছিলেন ‘আর-রিফদা’র সহসম্পাদক আব্দুল্লাহ আবরার এবং মিডিয়া সম্পাদক আবু সাঈদ আল হানাফি।

সভায় বক্তারা বলেন, আরবি ভাষা ও সাহিত্যের বিকাশে ‘আর-রিফদা’ একটি সাহসী ও দিকনির্দেশনামূলক পদক্ষেপ। পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক শায়খ মহিউদ্দিন ফারুকীর দূরদর্শী দিকনির্দেশনায় এই পত্রিকা খুব শিগগিরই দেশের তরুণ প্রজন্মের মধ্যে আরবি সাহিত্যচর্চার নতুন জোয়ার আনবে ইনশাআল্লাহ।