হিফজুল কোরআন অনলাইন ইনস্টিটিউটের প্রীতিমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

এরপর পবিত্র কোরআনের ওপর নির্মিত একটা ডকুমেন্টারি প্রদর্শিত হয়। যার তথ্যের ওপর ভিত্তি করে অনলাইনে কুইজ প্রতিযোগিতা নেয়া হয়, যা দশর্কনন্দিত হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো উস্তাজা ও হাফিজা সংবর্ধনা পর্ব।

নয়া দিগন্ত অনলাইন
হিফজুল কোরআন অনলাইন ইনস্টিটিউটের প্রীতিমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান
হিফজুল কোরআন অনলাইন ইনস্টিটিউটের প্রীতিমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান |ছবি : নয়া দিগন্ত

হিফজুল কোরআন অনলাইন ইনস্টিটিউট আয়োজিত প্রীতিমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করেছে প্রাণবন্ত ও অর্থবহ। অনুষ্ঠানের শুরুতে দারস পেশ করেন হাফিজা ফতেমা।

এরপর পবিত্র কোরআনের ওপর নির্মিত একটা ডকুমেন্টারি প্রদর্শিত হয়। যার তথ্যের ওপর ভিত্তি করে অনলাইনে কুইজ প্রতিযোগিতা নেয়া হয়, যা দশর্কনন্দিত হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো উস্তাজা ও হাফিজা সংবর্ধনা পর্ব।

উস্তাজা সংবর্ধনা পর্বে সংবর্ধনা প্রদান করেন মুহতারামা নুরুন্নিসা সিদ্দিকা ও হাফিজা ফাতেমা সুলতানা।

এ সময় স্টেজে হিফজুল কোরআন অনলাইন ইনিস্টিটিউটের উস্তাজারা উপস্থিত ছিলেন, তারা হলেন—হাফিজা শাহীনা আক্তার, হাফিজা মাকসুরা মারদিয়া, হাফিজা আফসানা মাসুম, হাফিজা গাজী শামসুন্নাহার, হাফিজা খাদিজাতুল কোবরা, মোয়াল্লিমা রহীমা আক্তার ও মারিয়াম রুম্মানা।

এরপর আল কোরআনের দাবি, আমাদের অবস্থান ও করণীয় এ বিষয়ে বক্তব্য রাখেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সমাজ কর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা ইয়াসমিন, ‘আল কোরআনের মিরাকল’ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন মানারাত ঢাকার ভাইস প্রিন্সিপাল প্রফেসর তাহমিনা ইয়াসমিন।

আরেকটি আকর্ষণীয় পর্ব ছিলো হাফিজা সংবর্ধনা। এ পর্বে সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ড. নাঈমা মোয়াজ্জেম ও ড. জয়নব এম. ডি. সিদ্দিকুর রহমান।

এই পর্বে স্টেজে আসেন হাফিজাগণ, তারা হলেন—হাফিজা আফরা আল গালিবা, হাফিজা মীর মুমতাজা ফেরদৌস, হাফিজা মারিয়া আজিমি, হাফিজা আসিফা বিনতে আরশাদ, হাফিজা যয়নব বিনতে হোসাইন, হাফিজা সিরাজাম মুনিরা ফারিহা, হাফিজা তাকিয়া মেহজাবিন আব্দুল্লাহ, হাফিজা ফাতেমা আলম তাকওয়া, হাফিজা মুতহহারা হাফসা, হাফিজা হাফসা বিনতে আনোয়ার, হাফিজা আয়েশা আরীবা, হাফিজা আকিফা ইসলাম, হাফিজা কামরুন্নাহার মীম এবং হাফিজা খুলাইবা রহমান খুশবু।

হাফিজাদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা।

পরবর্তী পর্বে হিফজ ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. নাঈমা মোয়াজ্জেম।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রফেসর ড. নাঈমা মোয়াজ্জেম হাফিজাদের মযার্দার কথা তুলে ধরে তাদেরকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হিফাজুল কোরআন অনলাইন ইনিস্টিটিউটের ফাউন্ডার আখি ফেরদৌসী। তিনি হিফজুল কোরআন অনলাইন ইনস্টিটিউটের এই আয়োজন ইসলাম, জ্ঞান ও নৈতিকতার আলোকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো তেলাওয়াত, নাশিদ ও সাংস্কৃতিক পরিবেশনা। রিদওয়ান, জাইমা নূর, নুসাইবা নিসা, রাহী, নাবিহা নূর সাওদাএবং নুসরাতের কণ্ঠে পরিবেশিত নাশিদগুলো দর্শকদের মন কেড়ে নেয়। জাইমা নূরের দলের ১৫ মিনিটব্যাপী মেশাপের মনোমুগ্ধকর পরিবেশনা ছিলো ব্যতিক্রমী। আগত দর্শনার্থীদের অনুভূতি ছিলো- তারা এ ধরনের আয়োজন আরো দেখতে চান ইসলামী সাংস্কৃতির প্রসারে এ ধরনের উদ্যোগকে তারা সাধুবাদ জানান।