বিনোদন প্রতিবেদক
নাচ একটি নান্দনিক এবং প্রায়শই প্রতীকী শিল্প, যা দর্শকদের মনোরঞ্জন ও আনন্দ দেয় এবং সামাজিক বন্ধন দৃঢ় করতে সাহায্য করে। এর মাধ্যমে শরীর, মন ও আত্মার মধ্যে এক ধরনের ভারসাম্য তৈরি হয়, যা একে একটি শক্তিশালী যোগাযোগ মাধ্যমে পরিণত করে।
বাংলাদেশের অন্যতম স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভি ২০২৪ সালে প্রথমবার আয়োজন করেছিল ‘নাচবে তুমি দেখবে বিশ্ব’ এই স্লোগানে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলা ভাষাভাষীদের নিয়ে ড্যান্স রিয়েলিটি শো। নাম ‘ড্যান্স ইউএসএ ড্যান্স’- সিজন-১। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন স্তুতি দাস। গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ আমেরিকার নিউ ইয়র্কে আরটিভির নিজস্ব স্টুডিওতে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমেরিকার বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এদিন জানা গেছে, প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন কৃষ্ণা প্রিয়া দেব এবং দ্বিতীয় রানারআপ মায়া অ্যাঞ্জেলিনা। এছাড়াও চতুর্থ হয়েছেন সুহাইলা উদ্দিন এবং পঞ্চম হয়েছেন ফাসির কবির। আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান বিজয়ীদের অভিনন্দন জানান এবং যারা সেরাদের তালিকায় আসতে পারেননি, তাদের জন্যও শুভকামনা জানান তিনি। সৈয়দ আশিক রহমান বলেন, ‘নৃত্য হলো লুকিয়ে থাকা আত্মার ভাষা। নৃত্য সামাজিক বন্ধন দৃঢ় করে এবং বিভিন্ন সংস্কৃতিতে সামাজিক মিথস্ক্রিয়া ও বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। তাই সামাজিক বন্ধন দৃঢ় করতে এবং বাঙালি সংস্কৃতিকে ছড়িয়ে দিতে আগামী বছর আবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান রেখে যাচ্ছি।’



