আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে বিএনপির পক্ষে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: সৈয়দ মইনুল হাসান সাদিক। ইতোমধ্যে তিনি নির্বাচনী প্রচারণা, গণসংযোগের পাশাপাশি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে হাজার-হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসহ ওষুধ প্রদান করছেন। এরই অংশ হিসেবে শুক্রবার দিনব্যাপী সাদুল্লাপুরের মিরপুর হাইস্কুল মাঠে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে ও রংপুরের জাতীয়তাবাদী চিকিৎসকদের সহযোগিতায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে চিকিৎসেবা প্রদান করেন- অধ্যাপক ডা: মাহমুদুল হক সরকার, অধ্যাপক ডা: শরীফুল ইসলাম মন্ডল, অধ্যাপক ডা: মোস্তাফিজুর রহমান আকন্দ, অধ্যাপক ডা: মোখলেসুর রহমান, অধ্যাপক ডা: মাযহারু ইসলাম, সহযোগী অধ্যাপক ডা: জহুরুল হক, ডা: আলীমূল হাসান সাগর প্রমুখ। ক্যাম্পেইনে প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী অধ্যাপক ডা: সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন- সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের ব্যবস্থা করছি। আগামীতেও অব্যাহত থাকবে।



