খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের বিরল প্রতীক : ঢাবি ভিসি

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের এক বিরল প্রতীক। তিনি একজন গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে বহুমাত্রিক অবদানের মাধ্যমে এ দেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছেন। মরহুমার জানাজায় সারা দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার ঐক্য সৃষ্টির সক্ষমতার ঐতিহাসিক প্রমাণ। তিনি জানান, বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে একাডেমিক গবেষণা, সাহিত্যকর্ম ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণের প্রস্তাব বিশ্ববিদ্যালয় গুরুত্বের সাথে বিবেচনা করবে।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এ শোকসভায় সূচনা বক্তব্য দেন এবং শোক প্রস্তাব উত্থাপন করেন আয়োজক কমিটির আহ্বায়ক ও প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। উত্থাপিত শোক প্রস্তাবটি সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

প্রোভিসি বলেন, গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া যে আপসহীন নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। শোকসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক, যার ফলে তিনি মানুষের হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষক সমাজের প্রতি তার বিশেষ সহানুভূতির কথাও তিনি স্মরণ করেন। সাবেক ভিসি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘বেগম খালেদা জিয়া মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স’ চালু করার প্রস্তাব দেন।

অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ তুলে ধরা এবং ভিশন-২০৩০ প্রণয়নে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ছিল অসামান্য। প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা নারী শিক্ষা, ক্ষমতায়ন এবং এসিড নিক্ষেপ বন্ধে বেগম খালেদা জিয়া সরকারের নেয়া পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কঠোর দেশপ্রেম ও নৈতিক দৃঢ়তার কারণে নিপীড়নের মুখেও তিনি কখনো আপস করেননি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ব¦বিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক মো: লুৎফর রহমান, পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জেড এন তাহমিদা বেগম, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু প্রমুখ। ছাত্রনেতাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম এবং জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস প্রমুখ।

শোকসভা সঞ্চালনা করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ‘শিক্ষা ও জাতীয় ঐক্যে খালেদা জিয়া’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এর আগে, মিলনায়তনের বাইরে স্থাপিত শোকবই উদ্বোধন করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। আগামী তিন দিন আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে এ শোক বই সবার স্বাক্ষরের জন্য উন্মুক্ত থাকবে।