ক্রীড়া প্রতিবেদক
২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল দুপুরে ঘোষিত এ দলে অধিনায়ক করা হয়েছে লিটন কুমার দাসকে। সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান।
বিশ্বকাপের এ স্কোয়াডে দেখা গেল বেশ কিছু চমক। চলমান বিপিএলে ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দলেই রাখা হয়নি। একই সাথে গত বছর আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সাফল্য এনে দেয়া উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলী অনিকেরও জায়গা হয়নি ঘোষিত দলে। জাকেরের না থাকাই দলের উল্লেখযোগ্য ব্যাপার। গত বছর বাংলাদেশের হয়ে ২৬ টি-২০ খেলেছেন তিনি। তার চেয়ে বেশি খেলেছেন কেবল তানজিদ হাসান (২৭)। তবে খুব ভালো ফর্মে না থাকলেও টিকে গেছেন আরেক কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কনও। অনুমিতভাবেই দলে ফিরেছেন তাসকিন আহমেদ।
ব্যাট হাতে খুব ভালো অবস্থায় নেই সোহানও। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ দুই সিরিজে তিন ম্যাচ খেলে তার রান ৫, ১ ও ৫। বিপিএলে তিন ম্যাচে একটিতে ব্যাট করে ৬ রান করেছেন। তবু তিনি জায়গা পেয়েছেন দলে। বাংলাদেশের হয়ে ৫৫ টি-২০ খেলে তার ব্যাটিং গড় ১৮.৩৮, স্ট্রাইক রেট ১১৯.৪৯।
ঘোষিত স্কোয়াডে ওপেনিং ও মিডল অর্ডারে রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও তৌহিদ হৃদয়। শক্তি বাড়াতে দলে রাখা হয়েছে শামীম হোসেন ও শেখ মাহেদী হাসানকে। উইকেটকিপারের দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান। স্পিন বিভাগে আছেন রিশাদ ও নাসুম। পেস আক্রমণে ভরসা রাখা হয়েছে মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলামের ওপর।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘সি’-তে। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ হবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যদিও মোস্তাফিজ ইসুতে বিসিবি বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুরু হবে ৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে তিনটায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে বেলা সাড়ে ১১টায় প্রতিপক্ষ ইতালি, ১৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টায় প্রতিপক্ষ ইংল্যান্ড, ১৭ ফেব্রুয়ারি শেষ ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে লাল সবুজের দল।
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।



