চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম চেম্বার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন পাঁচ প্রার্থী। এ ছাড়া দুই ক্যাটাগরিতে ফরম নিয়ে একটিও প্রত্যাহার না করায় একজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন বোর্ড। নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে এ তথ্য জানা গেছে। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম চেম্বার নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন বোর্ড। গতকাল বেলা ১টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা নির্ধারিত ছিল। চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, সাধারণ ক্যাটাগরিতে মোট প্রার্থী ৩৬ জন এবং অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে মোট প্রার্থী ১৪ জন। ট্রেড ও টাউন অ্যাসোসিয়েশনে তিনজন করে প্রার্থী।
সাধারণ ক্যাটাগরিতে মনোনয়ন ফরম প্রত্যাহার করে নেয়া চারজন হলেন সাফা এন্টারপ্রাইজের মো: আশেক ইবনে সাফা, বিসমিল্লাহ শিপিং এজেন্সির মো: ওয়াহিদ মুরাদ চৌধুরী, মার্স শিপিং অ্যান্ড লজিস্টিকসের মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ এবং আহমেদ ব্রাদার্সের সালাউদ্দিন আহমেদ। অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে মনোনয়ন ফরম প্রত্যাহার করে নিয়েছেন নাহার ট্রেডিংয়ের মো: নাজেম উদ্দিন।
এদিকে আটলান্টিক ট্রেডার্স ও বাগদাদ ডিস্ট্রিবিউশন থেকে সাধারণ ও অ্যাসোসিয়েট দুই ক্যাটাগরিতে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন মো: শওকত আলী। তবে চেম্বারের সংঘবিধি অনুযায়ী যেকোনো একটি প্রত্যাহারের বিধান রয়েছে। অন্যথায় প্রার্থিতা বাতিল হবে। প্রত্যাহারের শেষ দিন একটিও প্রত্যাহার না করায় দুই ক্যাটাগরিতেই তাঁর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন বোর্ড।
এ বছর চেম্বারের মোট ভোটার ছয় হাজার ৭৮০। এর মধ্যে সাধারণ সদস্য চার হাজার একজন, অ্যাসোসিয়েট সদস্য দুই হাজার ৭৬৪ জন, ট্রেড গ্রুপ প্রতিনিধি ১০ এবং টাউন অ্যাসোসিয়েশন প্রতিনিধি পাঁচজন। এখন পর্যন্ত ২৪টি পরিচালক পদেই ভোট হবে বলে জানা গেছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম। ,আগামী ১ নভেম্বর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে।