কৃষিপণ্য পরিবহনে দোহাজারী থেকে চলবে লাগেজ কোচ

Printed Edition

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

রেলওয়ে বহরে যুক্ত হলো চট্টগ্রামের দোহাজারী থেকে কৃষিপণ্যবাহী লাগেজ কোচ। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা একঝাঁক তরুণের উদ্যোগে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম-দোহাজারী রেলওয়ে রুটে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে লাগেজ কোচ চালু করা হয়েছে।

শনিবার বিকেলে রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার সুবক্তগীন পরীক্ষামূলকভাবে বৃহস্পতিবার থেকে এই উদ্যোগটি চালু করা হয়েছে। এ উদ্যোগের ফলে প্রান্তিক কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য স্বল্প খরচে ও নিরাপদভাবে বাজারজাত করতে পারবে। কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাবে, পরিবহন ব্যয় কমবে এবং কৃষিভিত্তিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোক্তা মোহাম্মদ সাইফুদ্দীন বলেন, রেলওয়ের মাধ্যমে আমরা কৃষিপণ্য নিরাপদে পরিবহনের জন্য উপদেষ্টা ফরিদা আখতারের সাথে যোগাযোগ করি। তার প্রচেষ্টায় আমাদের এ উদ্যোগ সফল হয়েছে।