ট্রাইবেকার নতুন সিইও হিসেবে রেবেকা গ্লাশোর নাম ঘোষণা

সাকিবুল হাসান
Printed Edition
ট্রাইবেকার নতুন সিইও হিসেবে রেবেকা গ্লাশোর নাম ঘোষণা
ট্রাইবেকার নতুন সিইও হিসেবে রেবেকা গ্লাশোর নাম ঘোষণা

বিবিসির সাবেক কর্মকর্তা রেবেকা গ্লাশো ট্রাইবেকা এন্টারপ্রাইজেসের নতুন সিইও হিসেবে মনোনীত হয়েছেন, যা ট্রাইবেকা ফেস্টিভ্যাল পরিচালনা করে। তিনি ট্রাইবেকার সহ-প্রতিষ্ঠাতা জেন রজেনথালের স্থলাভিষিক্ত হবেন। জেন রজেনথাল এখন থেকে চেয়ারম্যান জেমস মারডকের সাথে বোর্ডের সহ-সভাপতি ও এই চলচ্চিত্র উৎসব ব্র্যান্ডের একজন পরামর্শদাতা হিসেবে কাজ করবেন।

গ্লাশো, যিনি সম্প্রতি বিবিসি গ্লোবাল মিডিয়া ও স্ট্রিমিং ডিভিশনের সিইও ছিলেন, তিনি ট্রাইবেকা ফেস্টিভ্যাল, কন্টেন্ট ডিভিশন ট্রাইবেকা স্টুডিওস এবং ডিস্ট্রিবিউশন লেবেল ট্রাইবেকা ফিল্মস ও প্রযোজনা সংস্থার প্রধানের দায়িত্ব নেবেন।

রজেনথাল অবশ্য ট্রাইবেকার থেকে একেবারে দূরে যাচ্ছেন না। তিনি বোর্ডের সহ-সভাপতি হিসেবে চেয়ারম্যান জেমস মারডকের সাথে বোর্ডের তদারকি করবেন। এছাড়া, তিনি ট্রাইবেকা ফেস্টিভ্যালকে এর ২৫তম বার্ষিকী পর্যন্ত নেতৃত্ব দিতে সাহায্য করবেন এবং ট্রাইবেকা ব্র্যান্ডের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে থাকবেন।

গ্লাশো আগামী ১ ডিসেম্বর কোম্পানিতে যোগ দেবেন। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কমকাস্ট, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি, ভায়াকম এবং বিবিসি স্টুডিওসে নির্বাহী হিসেবে কাজের মাধ্যমে তিনি মিডিয়া, ফিল্ম, টেক ও টেলিকমিউনিকেশন্সের অভিজ্ঞতা নিয়ে আসছেন।’ তিনি ট্রাইবেকা এন্টারপ্রাইজেস বোর্ডের কাছে রিপোর্ট করবেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে ট্রাইবেকা এন্টারপ্রাইজেসের সহ-প্রতিষ্ঠাতা রজেনথাল বলেন, ‘আমাদের অগ্রগতির পরবর্তী ধাপে রেবেকা ট্রাইবেকায় নতুন সিইও হিসেবে যোগ দেয়ায় বব এবং আমি অত্যন্ত আনন্দিত। তিনি অসাধারণ বাণিজ্যিক শক্তি এবং গতানুগতিক ধারার বাইরে চিন্তা করার ক্ষমতা নিয়ে এসেছেন। আগামী বছর আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ আমরা ট্রাইবেকা ফেস্টিভ্যালের ২৫তম বার্ষিকী উদযাপন করব। রেবেকার মতো একজন পরিবর্তন সৃষ্টিকারীকে স্বাগত জানানোর এটি একটি সময়োপযোগী মুহূর্ত এবং ট্রাইবেকার ক্রমাগত বিবর্তন ও আমাদের গল্পের পরবর্তী অধ্যায়ের দিকে তাকিয়ে আমি তার সাথে কাজ করতে উৎসাহিত।’

বিবিসিতে গ্লাশো বৈশ্বিক বিতরণ, কন্টেন্ট বিনিয়োগ, স্ট্রিমিং পরিষেবা, বৈশ্বিক চ্যানেল এবং ডিজিটাল নিউজ সার্ভিস বিবিসিডটকমের তত্ত্বাবধান করতেন।

গ্লাশো তার নিজের বিবৃতিতে বলেছেন, ‘আমাদের প্রাণবন্ত ও প্রিয় নিউইয়র্ক সিটিতে সৃজনশীল কণ্ঠস্বর এবং উদ্ভাবনী গল্প বলার এ ধরনের সম্মানিত ইভেন্ট ও প্ল্যাটফর্মের জন্য এই দায়িত্ব নিতে পেরে আমি সম্মানিত। আমি দীর্ঘদিন ধরে জেন, বব ও বছরের পর বছর ধরে চলচ্চিত্র, টেলিভিশন, ইমারসিভ ও গেমিং জুড়ে ট্রাইবেকার অনস্বীকার্য প্রভাবকে প্রশংসা করে আসছি।

আমি ট্রাইবেকার উত্তরাধিকারের প্রতি অবদান রাখতে এবং আমাদের বিশ্বজনীন সম্প্রদায়কে আকার দিতে ও বাড়াতে আগ্রহী। আমরা যখন ২৫তম বার্ষিকীর দিকে এগিয়ে যাচ্ছি, তখন আমি আমাদের সৃজনশীলতা ও সাফল্যের নতুন যুগ শুরু করার জন্য ট্রাইবেকার শক্তিশালী দল এবং জেমস, জেন, বব ও আমাদের বোর্ডের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।’