ক্রীড়া প্রতিবেদক
নারী ফুটবল লিগে অভিষেক ম্যাচেই হেরেছিল বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব তাদের হারিয়ে দেয়। তবে কাল দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে পুলিশ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে তাদের ২-০ গোলে জয় রংপুরের শুদ্ধপুষ্করণী যুব স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। এই শুদ্ধপুষ্করণী প্রথম ম্যাচে চমক দেখিয়েছিল বাংলাদেশ আনসারকে হারিয়ে।
কাল পুলিশের হয়ে প্রথম গোল করেন অধিনায়ক সানজিদা আক্তার। ২১ মিনিটে তার গোল। এরপর ৭৫ মিনিটে সাগরিকার শট বিপক্ষ ডিফেন্ডারের হাতে লাগায় রেফারির দেয়া পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান মিডফিল্ডার আইরিন খাতুন। ম্যাচ সেরা হয়েছেন সানজিদা। অপর ম্যাচে গোলশূন্য ড্র করেছে সিরাজ স্মৃতি ও আনসার।



