জনগণের মতামতের প্রতিফলন ঘটে এমন একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশে দ্রুত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধির জয়সওয়াল।
গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন দাবি করছে। তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইছে এবং সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানাচ্ছে। অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস এ দাবির সরাসরি উত্তর না দিয়ে সঙ্কটের জন্য ভারতের ওপর দোষ চাপাচ্ছেন। তিনি বলেছেন, চলমান সঙ্কট ভারতীয় ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশ সরকারপ্রধানের এ অত্যন্ত গুরুতর অভিযোগ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কী?
জবাবে মুখপাত্র আরো বলেন, বাংলাদেশে শাসনব্যবস্থাসহ যা কিছু ঘটছে তার দায়িত্ব সেখানকার সরকারের ওপর। শাসনব্যবস্থার কোনো চ্যালেঞ্জের জন্য অন্যকে দায়ী করা ঠিক না। অন্যের ওপর দোষ চাপিয়ে সমস্যার সমাধান হবে না।
ভারতের দেয়া লাইন অব ক্রেডিটের ১৮০ মিলিয়ন ডলারের আওতায় সামরিক চুক্তি বাংলাদেশ বাতিল করেছে কি না- জানতে চাইলে জয়সওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি উদ্যোগ বাস্তবায়নাধীন রয়েছে। সুনির্দিষ্ট যে উদ্যোগ সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন, তা আমি বিস্তারিত জেনে পরবর্তী সময়ে উত্তর দেবো।
মিয়ানমারের সাথে বাংলাদেশের মানবিক করিডোর স্থাপনের কথা চলছে। এর সাথে নিরাপত্তা বিষয়টি জড়িত। বাংলাদেশ সেনাবাহিনীসহ দেশটির অধিকাংশ রাজনৈতিক দল প্রস্তাবিত এ করিডোর ধারণার বিরোধিতা করেছে, এ ব্যাপারে ভারতের দৃষ্টিভঙ্গি কী?
উত্তরে মুখপাত্র বলেন, আমরা এ ইস্যুতে ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছি।